ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:১৪, ৩ অক্টোবর ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

১. মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম কোন জেলায়? ক) খুলনা খ) কুষ্টিয়া গ) বাগেরহাট ঘ) সাতক্ষীরা ২. ‘উপকথা’ সমাসবদ্ধ শব্দটির ব্যাসবাক্য হচ্ছে - র. কথার মালা রর. কথার ডালি ররর. কথার সমীপে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩. কাঙালী খেলাধুলার সাধ কীভাবে মিটাত? ক) মাঠে খ) পিতৃক্রোড়ে গ) মাতৃক্রোড়ে ঘ) সঙ্গীদের সাথে ৪. ‘বিসর্জন’ ও ‘মানসী’র মধ্যে বৈসাদৃশ্য রয়েছে - র. বিষয়ে রর. লেখকে- ররর. চরিত্র নির্মাণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৫. জীবনময়ের গলিটি কী দিয়ে বাঁধানো? ক) পাথর দিয়ে খ) সুড়কি দিয়ে গ) লোহা দিয়ে ঘ) ইট দিয়ে ৬. বেয়নেটের মুখে কাদের সই দিতে বাধ্য করেছিলেন? ক) অভিনেতা ও গায়ক খ) বুদ্ধিজীবী ও শিল্পী গ) শিক্ষক ও ছাত্র ঘ) শ্রমিক ও কৃষক ৭. অপু ও দুর্গার মায়ের নাম কী? ক) সর্বজয়া খ) অন্নপূর্ণা গ) বসুমতি ঘ) রাজলক্ষ্মী ৮. একটি কোম্পানি আর্থ বা তহবিল সয়ংগ্রহ করে কেমন করে? ক) জমি বিক্রি করে খ) মালিকের নিজস্ব তহবিল থেকে গ) শেয়ার বিক্রি করে ঘ) ইজারা প্রদান করে ৯. ‘বন্দে মাতরম’ গানটি বঙ্কিমচন্দ্র তাঁর কোন উপন্যাসে যুক্ত করেছেন? ক) কৃষ্ণকান্তের উইল খ) কপালকুন্ডলা গ) বিষবৃক্ষ ঘ) আনন্দমঠ ১০. দুনিয়াতে মানুষ আল্লাহর প্রতিনিধি, এ মানুষকে ঘৃণা করা - র. স্রষ্টাকে ঘৃণার শামিল রর. মহাপাপের আয়োজন ররর. নিজ সত্তাটিকে অপমান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১১. মুক্তিযুদ্ধের সময় দেশবাসীর ওপর কাদের অত্যাচার চলছিল? ক) বিএনপির খ) আওয়ামী লীগের গ) জামায়াতের ঘ) পাকিস্তানি হানাদার বাহিনীর ১২. ‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার কী হয়েছিল? ক) পেটের পীড়া খ) মাথার ব্যথা গ) হিস্টিরিয়া ঘ) গুরুতর পীড়া ১৩. প্রাকৃত ভাষার ব্যাকরণবিদেরা ‘তৎ’ দ্বারা বোঝাতেন - ক) তামিল ভাষাকে খ) সংস্কৃত ভাষাকে গ) বৈদিক ভাষাকে ঘ) আর্য ভাষাকে ১৪. মোহাম্মদ ওয়াজেদ আলী মৃত্যুবরণ করেন - ক) ৬ নভেম্বর খ) ৮ নভেম্বর গ) ১০ নভেম্বর ঘ) ১২ নভেম্বর ১৫. মমতাদি ছেলেটিকে কোন ঘরে নিয়ে বসাল? ক) শোবার ঘরে খ) বসার ঘরে গ) বাইরের ঘরে ঘ) ভেতরের ঘরে ১৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ক) ১৯৫১ খ্রিস্টাব্দে খ) ১৮৬১ খ্রিস্টাব্দে গ) ১৯৭১ খ্রিস্টাব্দে ঘ) ১৮৮১ খ্রিস্টাব্দে ১৭. ইঞ্জিনিয়ার সুজা সাহেবের ভাস্তে ছিলেন কে? ক) মতিয়ুর রহমান খ) মঞ্জুর গ) ডা. ফজলে রাব্বি ঘ) স্যার মনিরুজ্জামান ১৮. ব্যবসায়ীরা পয়লা বৈশাখ উপলক্ষে - র. ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে রর. প্রদর্শনী ও মেলার আসর বসায় ররর. হালখাতা ও মিষ্টি বিতরণ করে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ১৯. রুমীর শোকে লেখিকা প্রথম চোটে কোন কথাটা বলেছিলেন? ক) তুমি মুক্তিযুদ্ধে যোগদান কর খ) তাই করা হোক গ) এটা একটা আলটিমেটাম ঘ) মা শিগগির এসো ২০. মুখুয্যে বাড়ির গৃহকর্ত্রী কী রোগে মারা গেলেন? ক) জ্বরে খ) ডায়রিয়ায় গ) জন্ডিসে ঘ) ক্যান্সারে ২১. রীতি-প্রকৃতি পদ্ধতি প্রকরণের মধ্যে পার্থক্য থাকলেও সর্বক্ষেত্রেই মৌলিক ঐক্য আছে- র. নববর্ষ পালনে রর. ঈদ পালনে ররর. দুর্গাপূজা পালনে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২২. ‘দেনাপাওনা’ গল্পে কেন্দ্রীয় চরিত্রের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কোন চরিত্রে? ক) রামসুন্দর খ) রায়বাহাদুর গ) হরিমোহন ঘ) নিরূপমা ২৩. ‘আমাদের জাত মানুষ হবে’ বলতে লেখক ‘বই পড়া’ প্রবন্ধে কী বুঝিয়েছেন? ক) সকলেই শিক্ষিত হবে খ) সকলেই মর্যাদাবান হবে গ) সকলেই উন্নত হবে ঘ) সকলেই সচেতন হবে ২৪. ‘এবার পূজার সময় মাকে ঘরে আনবই’ - কাকে আনার কথা বলা হয়েছে? ক) দুর্গা দেবীকে খ) নিরূপমাকে গ) দেবী স্বরস্বতীকে ঘ) দেবী কালীকে ২৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পে উঁচু জাতের মধ্যে রয়েছে - র. অভাগী রর. রসিক ররর. ঠাকুরদাস মুখুয্যে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২৬. ‘কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?’ এ উক্তির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করে পাওয়া যায়- র. মমতাদির ভালোবাসা পাওয়ার আকাক্সক্ষা ছিল রর. মমতাদি তার স্বামীর কাছে নির্যাতিত হতো ররর. ছোট ছেলেটি মমতাদিকে ভালোবেসেছিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৭. হায়াৎ মামুদ কতগুলো গ্রন্থের রচয়িতা? ক) অর্ধ শতাধিক খ) শতাধিক গ) দুইশত ঘ) তিনশত ২৮. নাটকের আখ্যান ভাগকে কী বলে? ক) প্লট খ) চিন্তা গ) পরিস্ফুটন ঘ) মঞ্চায়ন ২৯. হরহর কয় মাস অন্তর বেতন পায়? ক) চার-পাঁচ মাস খ) তিন-চার মাস গ) এক-দুই মাস ঘ) দুই-তিন মাস ৩০. ‘পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে কলরবে মনে হইল না এ কোন শোকের ব্যাপার’ - এখানে বোঝানো হয়েছে- র. শোকের অনুপস্থিতি- রর. শবযাত্রার আড়ম্বর- ররর. সৎকারের ব্যাপকতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩১. নিরূপমার নিত্যক্রিয়ার মধ্যে যা দাঁড়িয়েছে, তা হলো - র. শাশুড়ির কথা অমান্য করা- রর. পিতৃগৃহের নিন্দা শোনা- ররর. ঘরের দ্বার দিয়ে অশ্রুবিসর্জন- নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে কার প্রভাব লক্ষণীয়? ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) প্রমথ চৌধুরীর গ) সৈয়দ মুজতবা আলীর ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ৩৩. একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক রচনায় সারা দিনভর একটানা বৃষ্টি হয়েছিল কী বারে? ক) শনিবারে খ) রোববারে গ) সোমবারে ঘ) মঙ্গলবারে ৩৪. ‘জাতীয় অধ্যাপক’ কার উপাধি? ক) প্রমথ চৌধুরী খ) কবীর চৌধুরী গ) মুনীর চৌধুরী ঘ) মীর মশাররফ ৩৫. অভাগীর শবদাহের জন্যে রসিক বেলগাছ কাটতে গেলে দারোয়ান বাধা দিল কেন? ক) দুলের মৃতদেহ পোড়ানোর নিয়ম নেই বলে খ) শাস্ত্রমতে বেলগাছ কাটা পাপ বলে গ) রসিকের খাজনা বাকি ছিল বলে ঘ) গাছটা জমিদারের ছিল বলে ৩৬. বাংলা নববর্ষ উৎসব - র. বাংলা ভাষাভাষীর রর. বাংলাদেশে বসবাসকারীর ররর. দীন দরিদ্র কৃষকের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. জাহানারা ইমাম কোন কলেজ থেকে বি.এ পাস করেন? ক) ইডেন খ) বদরুন্নেসা গ) লেডি ব্রেবোর্ন ঘ) হলিক্রস ৩৮. ‘বই পড়া’ কোন ধরনের রচনা? ক) অভিসন্দর্ভ খ) ছোটগল্প গ) উপন্যাস ঘ) প্রবন্ধ ৩৯. পেয়াদাদের সম্পর্কে কোন কথা কর্তার গোচর করতে পারলে তার প্রতিবিধান হবে বলে কাঙালীর বিশ্বাস? ক) অত্যাচারের কথা খ) ঘুষ নেয়ার কথা গ) খাজনা চুরির কথা ঘ) কাজকর্মে ফাঁকি দেয়ার কথা ৪০. জমিদারের দারোয়ান ছিল - ক) হিন্দুস্থানি খ) বাঙালি গ) পাকিস্তানি ঘ) পাঞ্জাবি ৪১. পনের বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য প্রকাশিত হয়? ক) মানসী খ) বনফুল গ) গীতাঞ্জলি ঘ) চিত্রা ৪২. প্রাচীন ও মধ্যযুগে যে কারণে উপন্যাস রচিত হয়নি - র. তখন গদ্যভাষা প্রচলিত ছিল না রর. তখন কাহিনীধর্মী রচনা রচিত হতো না ররর. সকল সাহিত্যই তখন পদ্যভাষায় লেখা হত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. নাটকের প্রধান লক্ষ্য কোনটি? ক) রাজনীতি খ) দর্শকসমাজ গ) অর্থনীতি ঘ) ব্যক্তিবিশেষ ৪৪. মৃত্যুপথযাত্রী কাঙালীর মা স্বামীর পায়ের ধুলোর জন্য তার অবশ বাহুখানি কোথায় বাড়িয়ে হাত পাতল? ক) শয্যার মধ্যে খ) শয্যার বাইরে গ) রসিক দুলের সামনে ঘ) কাঙালীর কোলে ৪৫. কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরতে আহ্বান করেছেন? ক) নেতৃত্বদানকারীদের খ) উপেক্ষিত ভাইদের গ) প্রতারকদের ঘ) যারা হাতে অস্ত্র নিয়ে আছে তাদের ৪৬. ‘তদ্ভব’ শব্দের অর্থ হলো - ক) শতম থেকে জন্ম নেয়া খ) সংস্কৃত থেকে জন্ম নেয়া গ) প্রাকৃত থেকে জন্ম নেয়া ঘ) অপভ্রংশ থেকে জন্ম নেয়া ৪৭. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে শিক্ষার কয়টি দিকের কথা উল্লেখ আছে? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৪৮. রসিক দুলে স্ত্রীকে পায়ের ধুলে দিতে গিয়ে কেঁদে ফেলল কেন? ক) নিজের দুর্ভাগ্যের কথা স্মরণ হওয়ায় খ) স্ত্রীর প্রতি অবহেলার কথা স্মরণ হওয়ায় গ) কাঙালীর ভবিষ্যৎ দুঃখ-কষ্টের কথা ভেবে ঘ) স্ত্রী হারানোর মর্ম বেদনায় * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: গরিব মেধাবী ছাত্র জাহেদ। তার পিতা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায়। জাহেদের শিক্ষার খরচ দেওয়ার মতো অবস্থা তার পিতার নেই। সে শহরে এক বাসায় গৃহশিক্ষক হিসেবে থেকে লেখাপড়া করে। স্কুল থেকেই জাহেদ ভালো কবিতা ও গল্প লিখত কিন্তু এখন আর তার লেখার সময় হয় না। একদিকে লেখাপড়া অন্যদিকে বাড়ির ছেলেদের পড়ানো তাতেই তার সময় চলে যায়। জাহেদ ভাবে তার যদি আজ অন্নবস্ত্রের চিন্তা না থাকত তাহলে সে অনুভূতি আর কল্পনার রস আস্বাদন করতে পারত। ৪৯. মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম কোন জেলায়? ক) কবিতা লেখার হাত খ) মূল্যবোধ গ) অর্থচিন্তা ঘ) ভবিষ্যৎ সম্ভাবনা- ৫০. ‘উপকথা’ সমাসবদ্ধ শব্দটির ব্যাসবাক্য হচ্ছে - র. কথার মালা রর. কথার ডালি ররর. কথার সমীপে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (গ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (খ) ৭. (ক) ৮. (গ) ৯. (ঘ) ১০. (গ) ১১. (ঘ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (খ) ২০. (ক) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (ক) ২৪. (খ) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (গ)
×