ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৩, ৩ অক্টোবর ২০১৬

টুকরো খবর

সাঘাটায় জেএমবি সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ অক্টোবর ॥ সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকা থেকে জেএমবি সদস্য শাহজাহান সিরাজকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত দুটি পৃথক মামলা রয়েছে। শাহজাহান জুমারবাড়ি ইউনিয়নের বেঙ্গারপাড়া গ্রামের জনৈক আমজাদ হোসেনের ছেলে। সে বেঙ্গারপাড়া আঙ্গুর বাজারে প্রতিষ্ঠিত বাংলাদেশ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ। গত জুন মাসে পুলিশের বিশেষ অভিযানে সাঘাটার জুমারবাড়ি এলাকা থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের ভা-ারের সঙ্গে শাহজাহান সিরাজ সম্পৃক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। সে পার্শ্ববর্তী মহিমাগঞ্জ সিনিয়র মাদ্রাসা থেকে কামিল পাস করার পর বাংলাদেশ কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আড়ালে জঙ্গী কর্মকা- পরিচালনা করত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। ভুল চিকিৎসায় মৃত্যু ॥ আটক দুই স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ গোমস্তাপুর উপজেলার রহনপুরে ভুল অপারেশনে রোগী মৃত্যুর ঘটনায় ক্লিনিক মালিক ও এক নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার রহনপুর আল-হেরা ক্লিনিকের মালিক শওকত হোসেন এবং নার্স দিলারা বেগম। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিন কামাল জানান, শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুরে আল-হেরা ক্লিনিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের আবুল কালামের স্ত্রী আখতারা বেগমের (৩৫) জরায়ুর টিউমার অপারেশন করা হয়। অপারেশনের পরপরই আখতারা বেগম মারা গেলে তার আত্মীয়স্বজন ভুল অপারেশনে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন। এ ঘটনায় মৃত আখতারা বেগমের স্বামী আবুল কালাম বাদী হয়ে ওই ক্লিনিকের দুই চিকিৎসক, দুই নার্স ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে শনিবার রাতেই গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ক্লিনিক মালিক শওকত হোসেন এবং নার্স দিলারা বেগমকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পৌর প্যানেল মেয়রসহ ১২ জনের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২ অক্টোবর ॥ আমতলী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসাসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার উদ্দেশে গুলি ছোড়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আমতলী পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের জনৈক জয় চন্দ্র বাদী হয়ে বরগুনা আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে রবিবার সকালে এ মামলাটি দায়ের করেছেন। আদালতের বিচারক মাছুম বিল্লাহ্ মামলাটি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) আমতলীকে তদন্তের নির্দেশ দেন। এ মামলায় জিএম মুসার পিতা ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ারকে হুকুমের আসামি করা হয়েছে। মামলার বিবরণে অভিযোগ করা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আমতলী পৌরসভাধীন আখড়াবাড়ির সামনের রাস্তায় বাদী জয় চন্দ্রের মোটরসাইকেলের গতিরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় জয় চন্দ্র টাকা দিতে অস্বীকার করলে, আসামিরা সঙ্গে থাকা পিস্তল বের করে হত্যার হুমকি দেয় এবং মোটরসাইকেল ভাংচুর করে। চাল বিক্রিতে অনিয়ম ॥ ইউএনও অফিস ঘেরাও স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ খানসামা উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রবিবার সকালে বিক্ষোভ মিছিল করে। খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন থেকে হাজার হাজার হতদরিদ্র মানুষ বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। ঘেরাওকালে খানসামা উপজেলা সিপিবি সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি এ্যাড. মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, এসএম নুরুজ্জামান, গোলাম কিবরিয়া, শওকত আলী, রেয়াজুল ইসলাম রাজু, দয়রাম রায়, ইকবাল হাসান সিদ্দিকী, এস এম চন্দন, অমৃত কুমার রায় প্রমুখ। বক্তারা অবিলম্বে দুর্নীতি অনিয়মের তালিকা বাতিল করে প্রকৃত হতদরিদ্র মানুষদের তালিকাভুক্ত করে চাল বিতরণের দাবি জানান। তারা বলেন, গরিব মানুষের চাল নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। উপজেলা নির্বাহী অফিসার প্রকৃত হতদরিদ্র ও বঞ্চিত মানুষের চাল প্রদানের প্রতিশ্রুতি দেন। এ সময় সিপিবি খানসামা উপজেলা কমিটির পক্ষ থেকে প্রকৃত হতদরিদ্র তিন হাজার মানুষের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়। ঘুষের টাকাসহ ভূমি অফিস সহকারী আটক নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২ অক্টোবর ॥ নালিতাবাড়ী উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসের অফিস সহকারী মোঃ রহুল আমিনকে ঘুষের টাকা গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুদক। রবিবার দুপুরে দুদক শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল সমন্বিত অফিসের কর্মকর্তারা ওই অভিযান পরিচালনা করেন। ওই ঘটনায় দুদক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করলে রহুল আমিনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। দুদক সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের অশ্বনি কুমার মানকিনের স্ত্রী দিলুনি চিরানের এক একর ৭৮ শতক জমি বেশ কিছুদিন আগে একই গ্রামের রনু চিরান, মেনলা চিরান ও বিনলি চিরানের ভুলবশত নাম খারিজ হয়ে যায়। পরে এ নিয়ে জটিলতা তৈরি হলে প্রায় ২ বছর আগে দিলুনি চিরান ওই খারিজ সংশোধনের জন্য উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করেন। এরপর থেকে তার কাছ থেকে ৫ হাজার ও ১০ হাজার করে আজকাল বলে মিসকেসের নামে টাকা আদায় করছিল উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রহুল আমিন। সম্প্রতি দিলুনি চিরানের কাছে আরও ২০ হাজার টাকা দাবি করা হলে রবিবার দিলুনি চিরান ছেলে পলাশকে সঙ্গে নিয়ে দাবিকৃত ২০ হাজার টাকা দিতে ওই অফিসে যান। বেলা একটার দিকে ওই টাকা লেনদেনের সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুদক ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে এবং দুদক শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল সমন্বিত কার্যালয়ের অংশগ্রহণে এক অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অফিস সহকারী রহুল আমিনকে ঘুষের ২০ হাজার ও বিভিন্ন জনের কাছ থেকে আদায়কৃত আরও ৪৯ হাজার ৩১৫ টাকা উদ্ধার করা হয়। দুদকের মামলায় চসিক প্রকৌশলী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এম সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে দুদকের একটি টিম তাকে গ্রেফতার করে। এরপর আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। দুদক সূত্রে জানা যায়, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এম সাইফুর রহমানের সম্পদ অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকার সম্পদ পাওয়া যায়। এছাড়া তিনি ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন করেন। চলতি বছরের ৭ জুলাই এ ব্যাপারে সিএমপির খুলশী থানায় একটি মামলা দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক হামিদুল হক। মামলার আসামি হিসেবে তাকে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি তখন কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এরপর তাকে আদালতে উপস্থিত করা হয়। চট্টগ্রামে গ্রেফতার ৪৭ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৩ হাজার ৬৬৩ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং বিভিন্ন অপরাধে ৪৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ট্রাফিক আইন অমান্যের অপরাধে ৪৬টি যানবাহন আটক ও ৬৩১টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্রে জানানো হয়, পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারের ঘটনায় মোট ৭টি মামলা দায়ের হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের কিছু অস্ত্রও উদ্ধার হয়। এদিন গ্রেফতার করা হয় মোট ৪৭ আসামিকে। এদিকে, ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৬৩১টি মামলা দায়ের করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে কাগজপত্রবিহীন ৪৬টি যানবাহন। এগুলোর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ। ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৩ লাখ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বজ্রপাতে কৃষক নিহত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ অক্টোবর ॥ কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের ইছামতি বিলে রবিবার দুপুরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। তার নাম আব্দুর রহিম (৬০)। তার বাড়ি ওই ইউনিয়নের বাইগুনি গ্রামে। জানা গেছে, রবিবার দুপুরের দিকে কৃষক আব্দুর রহিম বাড়ির পাশের ইছামতি বিলে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিয়ে করতে এসে ভুয়া এএসআই আটক নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ২ অক্টোবর ॥ বিয়ে করতে এসে পটিয়ায় ভুয়া এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) গ্রেফতার হয়েছেন। তার নাম ইমাম হোসেন ওরফে আরিব (২৪)। সে সন্দ্বীপ জেলার বাউরিয়া ইউনিয়নের নয়াহাট গ্রামের মিয়া জান হাজীর বাড়ির ডাঃ মোজাম্মেল হকের পুত্র। রবিবার সকালে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের লোকজন তাকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ছবিযুক্ত পুলিশের একটি ভিজিটিং কার্ড ও পোশাকপরিহিত একটি পাসপোর্ট সাইজের তার ছবি জব্দ করে। পুলিশ সেজে বিয়ে করতে এসে ধরা পড়ায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, আরিব পার্বত্য চট্টগ্রাম বান্দরবান সদর থানার উপ-সহকারী পরিদর্শক পরিচয় দিয়ে দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল। গত শুক্রবার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের গাড়ি চালক আবদুল মালেকের বাড়ি বেড়াতে যায়। মোবাইল ফোনে আবদুল মালেকের কন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক করে সে বিয়ে করার পাঁয়তারা শুরু করে। এক পর্যায়ে সে এলাকার এক যুবককে মারধর করে।
×