ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষিকার অপসারণ দাবিতে ফের মানববন্ধন

প্রকাশিত: ০৬:১২, ৩ অক্টোবর ২০১৬

শিক্ষিকার অপসারণ দাবিতে ফের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২ অক্টোবর ॥ সদর উপজেলার সালন্দর কামরুল হুদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত সহকারী গ্রন্থাগারিক/ক্যাটালগার শিক্ষিকা শরিফা খাতুন এক ছাত্রীকে অসামাজিক কাজে লিপ্ত করার চেষ্টা করেছেন- এমন অভিযোগে তার অপসারণের দাবিতে রবিবার আবারও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ওই বিদ্যালয়ের ছাত্রীরা। বেলা ১১টার দিকে ওই শিক্ষিকার অপসারণের জন্য স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন করে। ছাত্রীরা জানায়, সম্প্রতি গ্রন্থাগারিক শিক্ষিকা শরিফা স্কুলের এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে রংপুর শহরে নিয়ে যায় এবং একটি আবাসিক হোটেলের এক কক্ষে রেখে কাজের কথা বলে বের হয়ে যায়। এ সময় দুই ব্যক্তি ওই কক্ষে ঢুকে ছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের চেষ্টা করে। তখন ওই ছাত্রী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়।
×