ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদগঞ্জে হিস্টিরিয়ায় আক্রান্ত ৪০ শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:১১, ৩ অক্টোবর ২০১৬

ফরিদগঞ্জে হিস্টিরিয়ায়  আক্রান্ত ৪০ শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২ অক্টোবর ॥ ফরিদগঞ্জ উপজেলায় সুবিধপুর বাশার উচ্চ বিদ্যালয়ে হিস্টিরিয়া রোগে ৪০ শিক্ষার্থী আক্রান্ত হয়েছে। আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বিদ্যালয় সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজ জানান, শনিবার সকালে ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী হিস্টিরিয়ায় আক্রান্ত হয়। পরে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে এলে আবারও অজ্ঞান হয়ে পড়ে। তার দেখাদেখি ওই শ্রেণীসহ অন্যান্য শ্রেণীর ৪০ শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব সাহা জানান, কয়েক বছর পূর্বেও একই ধরনের রোগে কয়েক শিক্ষার্থী আক্রান্ত হয়। তবে এবার সংখ্যায় অনেক বেশি। মেয়েদের জ্ঞান ফিরানোর জন্য তাদের মাথায় প্রচুর পানি ঢালতে হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ছাত্রীদের অনেকের জ্ঞান ফিরে এলে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। এ বিষয়ে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ রফিকুল হাসান ফয়সাল জানান, হিস্টিরিয়া রোগে কেউ আক্রান্ত হলে তার দেখাদেখি অন্যরাও অজ্ঞান হয়ে পড়ে।
×