ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সন্ত্রাসী চক্রের দখলে ফ্ল্যাট ॥ দুই বাদী ঘরছাড়া

প্রকাশিত: ০৬:১১, ৩ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে সন্ত্রাসী চক্রের দখলে ফ্ল্যাট ॥ দুই বাদী ঘরছাড়া

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সন্ত্রাসীদের একটি চক্র ফ্ল্যাট অবৈধ দখলে নিয়েছে। এ ঘটনায় মহানগর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী শাহিনুর আক্তার সন্ত্রাসীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আর্জি জানিয়েছে আদালতে। এ ঘটনায় আদালত আগামী ২৭ নবেম্বরের মধ্যে সিএমপির কোতোয়ালি থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। জানা গেছে, মামলার বাদী শাহিনুর আক্তার কোতোয়ালি থানার মোমিন রোডের ৫ নম্বর ঝাউতলা এলাকার দস্তগীর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ফ্ল্যাট নং বি/২তে বসবাস করতেন। এই ফ্ল্যাটের মালিক ছিলেন জাহাঙ্গীর আলম। গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার মৃত এজাহারের পুত্র ইলিয়াস ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে ফ্ল্যাটের তালা ভেঙ্গে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় শাহিনুর আক্তার তার দুই শিশু নাফিজা আকতার (৯) ও মোঃ আবতাহি প্রকাশ জাবি (৪) কে নিয়ে নগরীর পাহাড়তলী থানাধীন পুলিশ বিট সংলগ্ন শহীদ মিনারের পেছনে থাকা তার পিতার বাসায় ছিলেন। সন্ত্রাসীরা ফ্ল্যাটের তালা ভাঙ্গার সময় বাড়ির দারোয়ান মোহাম্মদ হোসেন সন্ত্রাসীদের তালা ভাঙ্গার কারণ জিজ্ঞাসা করা হলে তারা শাহিনুরের স্বামী জাহাঙ্গীরের সঙ্গে অর্থ লেনদেন রয়েছে বলে জানায়। অর্থ লেনদেন পরিশোধ না হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের লাগানো তালা খুলে শাহিনুর আক্তারকে ও তার শিশু সন্তানদের খুন করার হুমকি দেয়। বিষয়টি বাড়ি দারোয়ানের কাছ থেকে শাহিনুরের কাছে খবর গেলে ফ্ল্যাটে ফিরে ফ্ল্যাট অবৈধ দখলের বিষয়টি নিশ্চিত হয়। ফ্ল্যাটে থাকা আসবাবপত্র ও তৈজসপত্রসহ ব্যাপক ক্ষতির বিষয়টিও মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানা এসআই মাহবুবুর রহমান জনকণ্ঠকে জানান, আদালতের পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট তদন্তের ভিত্তিতে রিপোর্ট আদালতে জমা দেয়া হবে।
×