ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ার কারাগারে মহেশখালীর ৩২ যুবক

প্রকাশিত: ০৬:১১, ৩ অক্টোবর ২০১৬

মালয়েশিয়ার কারাগারে  মহেশখালীর  ৩২ যুবক

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ২ অক্টোবর ॥ কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩২ যুবক মালেয়েশিয়ার অন্ধকার কারাগারে চরম মানবেতর জীবনযাপন করছেন। মালেশিয়ার বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক মহেশখালীর ৩২ যুবকের নামের তালিকা প্রকাশ করেছে। রবিবার বাংলাদেশ দূতাবাস এ তালিকা মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে ই-মেলের মাধ্যমে পাঠায়। কারাগারে আটককৃতরা হলেনÑ কুতুবজুম ইউনয়নের তাজিয়া কাটা গ্রামের কাশেমের ছেলে একরাম, হোছন আলীর ছেলে জাহেদুল ইসলাম খুশিন্যার ছেলে আবুল হোছন, করম আলীর ছেলে নুরুল কবির, একই ইউনয়নের নয়াপাড়ার কালা মিয়ার ছেলে নুর উদ্দিন, পশ্চিমপাড়ার মোস্তাকের ছেলে শফিক, আলী মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনা গ্রামের মোস্তাক মিয়ার ছেলে আনোয়ার, আব্দুস সালামের ছেলে আবু তালেব, বড় মহেশখালী ইউনিয়নের আবু তালেবের ছেলে লিটন, জাফর আহাম্মদের ছেলে আমিন, একই ইউনিয়নের দেবাঙ্গপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে লাল মোহাম্মদ, মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামের আমিনের ছেলে রুবেল, আলী আহাম্মদের ছেলে নুরুল আমিন, গোরকঘটার মুজিবুল হকের ছেলে আতিকুল আলম, কায়স্থপাড়া গ্রামের অনন্য সরকারের ছেলে সাধন সরকার, ভোলার ছেলে লিটন, পৌরসভার কুতুবজুম পশ্চিমপাড়ার জালাল আহাম্মদের ছেলে মোর্শেদ, নজির আহাম্মদের ছেলে আজিজুল, রাহামত উল্লাহর ছেলে আরিফুল ইসলাম, সোবহান আলীর ছেলে হেলাল, ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীরপাড়া গ্রামের কবির আহাম্মদের ছেলে লোকমান, আবুল বশরের ছেলে রাহামত উল্লাহ ও গোল আহাম্মদ, রহিম সিকদারের ছেলে জামাল উদ্দিন, শাহাব মিয়ার ছেলে আব্দুল কাসেম, হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার আলম পাশার ছেলে আকতার হোসেন, কালারমারছড়া ইউনিয়নের ডেইল্যা ঘোনা গ্রামের আলী আহামদের ছেলে রাহাত, ফকিরজুমপাড়ার আব্দুস সাত্তারের ছেলে আতিকুর রহমান, অফিসপাড়ার বকসুর ছেলে শফিউল আলম, আধার ঘোনার মাহাফুজুল হকের ছেলে আহাছান। এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম জানান, কারাগারে আটককৃতদের অভিভাবকগণ যদি স্ব স্ব জাতীয় পরিচয়পত্রসহ উপজেলা নির্বাহী অফিসে যোগাযোগ করেন তাহলে আটককৃতদের বাংলাদেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
×