ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১০, ৩ অক্টোবর ২০১৬

টুকরো খবর

ধর্ষণ ও হত্যা চেষ্টায় ছাত্রী হাসপাতালে নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২ অক্টোবর ॥ প্রেমে সাড়া না দেয়ায় শিবচরে জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১২) ধর্ষণ ও হত্যা চেষ্টা করেছে বখাটে নূরে আলম। গলায় ও ঘাড়ে জখম অবস্থায় আহত ওই স্কুলছাত্রীকে শনিবার রাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগাররশি গ্রামে। ওই ছাত্রী মাদবরেরচর আরএম উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। জানা গেছে, মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগাররশি এলাকার প্রবাসী বজলু বয়াতীর বখাটে ছেলে নূরে আলম (২৩) অনেক দিন ধরেই প্রতিবেশী স্কুল পড়ুয়া মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছে। শনিবার দুপুরে বখাটে নূরে আলম সহযোগীদের নিয়ে মেয়েটির পরিবারকে হুমকি দেয়। সন্ধ্যার একটু পর মেয়েটি বাড়ির টয়লেটে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে নূরে আলম ও তার সহযোগীরা জোরপূর্বক মেয়েটিকে টয়লেটের ভেতর নিয়ে যায়। বখাটেসহ মেয়েটিকে আটকে বাইরে থেকে তালাবদ্ধ করে দেয় সহযোগীরা। মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে টয়লেট তালাবদ্ধ দেখতে পেয়ে ভাঙতে চেষ্টা করে। এ সময় ভেতরে মেয়েটির সঙ্গে ধস্তাধস্তি করে বখাটে। ১০/১৫ মিনিট পর তালা ভেঙে তাকে উদ্ধার করতে গেলে বখাটে তাদের ওপর হামলা করে পালিয়ে যায়। মেয়েটির মা জানান, টয়লেটের মধ্য থেকে অজ্ঞান অবস্থায় মেয়েকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মাহফুজুর রহমান বলেন, মেয়েটির গলায় এবং ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছিল। চাঁদাবাজি বন্ধের দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ অক্টোবর ॥ ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ইজারাকৃত বিআইডাবি উটিএর বালাসী লঞ্চঘাট ও সংলগ্ন এলাকা ইউপি খেয়াঘাটের নামে জবর দখল, অবৈধ টোল আদায় ও চাঁদাবাজি বন্ধ দখলদারদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বৈধ ইজারাদার শেখ সরদার আসাদুজ্জামান হাসু রবিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। সেই সঙ্গে শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে রেদোয়ান আশরাফ হোসেন পলাশ সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন আখ্যায়িত করে তার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বালাসী লঞ্চঘাটটি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় ইজারা গ্রহণ করা হয়। যার সীমানা উত্তরে গিদারি এবং দক্ষিণে কঞ্চিপাড়া ইউনিয়নের শেষ সীমানা উড়িয়া পর্যন্ত বিস্তৃৃত। বালাসী লঞ্চঘাট সংলগ্ন সীমানাভুক্ত এলাকায় বিভিন্ন নৌপথে আসা ও যাওয়াকৃত যাবতীয় নৌযান হতে যাত্রী পারাপার, মালামাল এবং লেবার চার্জসহ বিভিন্ন শুল্ক কর্তৃপক্ষের অনুমোদিত হারে আদায়ের জন্য উক্ত ইজারাদার এ কার্যাদেশ প্রাপ্ত হন। কিন্তু তৎকালীন কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান অবৈধভাবে ইজারাকৃত ঘাটের সীমানার মধ্যে টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে রসুলপুর হালুয়াবাড়ি খেয়াঘাট ও সৈয়দপুর খেয়াঘাট দরপত্র আহ্বান করেন। এ ব্যাপারে ইজারাদার কর্তৃক হাইকোর্টে রিট পিটিশন (৪০৯৫/২০১৬) দায়ের করা হলে উচ্চ আদালত ইউপি চেয়ারম্যান আহূত ইজারার টেন্ডার স্থগিত করার জন্য আদেশ প্রদান করেন। প্রবাসী সৈয়দের দাফন হলো নিজ গ্রামে স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মালয়েশিয়ায় দুর্বৃত্তদের আগুনে নিহত সৈয়দ আলী ম-লের লাশ দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টায় দুর্গাপুর উপজেলার রাতুগ্রামের পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। মালয়েশিয়ায় হত্যাকা-ের ৭ দিন পর শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার একটি বিমানে সৈয়দ আলীর মরদেহ দেশে পৌঁছায়। সকালে তার লাশ নিজ গ্রাম দুর্গাপুরের রাতুগ্রামে পৌঁছায়। ১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়ম নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ অক্টোবর ॥ মধুপুরে গরিব দুঃস্থদের মাঝে ১০ টাকা কেজি দরে সরকারি নিয়মে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এক ডিলারকে চাল মাপে কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার ৬টি ইউনিয়নে ১২ জন ডিলারের মাধ্যমে গরিবদের মাঝে সপ্তাহের শুক্র-শনিবার বিক্রি হচ্ছে এ চাল। শুক্রবার উপজেলার শোলাকুড়ি বাজারে চাল বিক্রি সরেজমিনে দেখতে গিয়ে মাপে কম পান উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস। পরে মোবাইল কোর্ট করে ডিলার দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে রবিবার ব্যাংকের মাধ্যমে সরকারি রাজস্ব খাতে জমা করেন। তিনি জানান, উক্ত ডিলারের লাইসেন্স বাতিল প্রসঙ্গে উপজেলা পরিষদের আগামী সভায় সিদ্ধান্ত গৃহিত হবে। ইউপি চেয়ারম্যানসহ ১২ সদস্য আওয়ামী লীগে স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিন সংরক্ষিত মহিলা সদস্যসহ ১২ জন ইউপি সদস্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তারা যোগদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগে যোগদানকারীরা হলেনÑ তড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, সংরক্ষিত মহিলা সদস্য শামসুন্নাহার পেরিস, মনোয়ারা বেগম ও হাসিনা বেগম এবং সদস্য যথাক্রমে- আবু তাহের, মজিরুল ইসলাম, ফজলুল করিম, আনিসুল হক, উত্তম কুমার, আজিবর রহমান বিহারী, বজলার রহমান, আমির হোসন ও সায়েদুর রহমান। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী সভাপতিত্ব করেন। দুই মাদকসেবীর দ- স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়ায় মাদক সেবনের দায়ে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস এ দ-াদেশ প্রদান করেন। দ-প্রাপ্তরা হলোÑ তাজিরুল ইসলাম ও সাইফুল ইসলাম। দ-প্রাপ্তদের রবিবার সকালে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে। বরের বাবাসহ দুইজনের কারাদ- স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিয়ের সহায়তাকারী এবং বরের বাবাকে এক মাসের কারাদ- ও নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে দশটার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায়। জানা গেছে, ওই এলাকার জাকির মোল্লার ছেলে রাব্বি মোল্লার (১৭) সঙ্গে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত সুজন মোল্লার মেয়ে নাসরিন আক্তারের (১৫) শনিবার রাতে বিয়ে হয়। খবর পেয়ে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাজমুল হোসেন খান ঘটনাস্থলে আসেন। বিয়ের কাজী ভাটিখানা সোনালী আইসক্রিম মোড় এলাকার জাকারিয়া ও বর রাব্বি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও বরের বাবা জাকির মোল্লা ও বাল্যবিয়ের সহায়তাকারী রিয়াজ হোসেনকে আটক করা হয়। ওই রাতেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিয়েতে সহায়তা করার অভিযোগে রিয়াজ হোসেন এবং অপ্রাপ্ত বয়সে ছেলেকে বিয়ে করানোর অপরাধে জাকির মোল্লাকে এক মাসের কারাদ- ও তাৎক্ষণিকভাবে এক হাজার টাকা করে জরিমানা আদায় করেন। চাঁদাবাজি বন্ধ দাবিতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২ অক্টোবর ॥ ভোলা পৌর এলাকায় অবৈধভাবে অটোরিক্সা ও মাহেন্দ্র থেকে চাঁদাবাজি বন্ধ ও শহরকে যানজটমুক্ত করে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করার লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভোলা পৌরভবনে শহরের অটোরিক্সা ও মাহেন্দ্রচালক ও মালিকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ফরিদ, সাংবাদিক অমিতাভ অপু, ভোলা রেড ক্রিসেন্টের সম্পাদক আজিজুল ইসলাম। পূর্বাচলে আদিবাসীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরে প্লট বুঝিয়ে ও বসবাসের উপযোগী করে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ক্ষতিগ্রস্ত আদিবাসীরা। রবিবার দুপুরে পূর্বাচল উপশহরের ভোলানাথপুর এলাকার ৩০০ ফুট সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেনÑ মাসুদ মেম্বার, আলমাছ উদ্দিন মেম্বার, আলাউদ্দিন আহমেদ, হেলাল উদ্দিন, সাইফুল ইমলাম, জাহিদুল ইসলাম, মোমেন মোল্লাহ, বাছির উদ্দিন, লিটন, সানাউল্লাহ, মমতাজ, কুলছুম, আছমা, জরিনাসহ ক্ষতিগ্রস্তরা। জরিমানার টাকা না দেয়ায় থানায় অভিযোগ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২ অক্টোবর ॥ মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনা নিয়ে সালিশে করা জরিমানার টাকা না পেয়ে ইউএনও বরাবর রবিবার লিখিত অভিযোগ দিয়েছেন ভিকটিমের মা। এর আগের রবিবার মোড়া গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রতিবেশী বাবুল শেখের বাড়িতে সহপাঠীকে ডাকতে গেলে বাবুল শেখের ছেলে হাসান একা পেয়ে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় স্থানীয় গ্রাম্য মাতবর আজিজার মোল্যা, সামচু মোল্যা, কাউছার মোল্যা, লতিফ মোল্যাসহ অনেকেই বুধবার ভিকটিমের বাড়িতে বসে সালিশ বৈঠকের মাধ্যমে বাবুল শেখের ছেলে ১০ম শ্রেণীর ছাত্র হাসানকে জুতাপেটা ও ৭৫ হাজার টাকা জরিমানা করে। বৃহস্পতিবারের মধ্যে জরিমানার টাকা মেয়ের মাকে দেয়ার কথা ছিল। কিন্তু বাবুল শেখ জরিমানার টাকা দিতে অস্বীকার করায় ওই ছাত্রীর মা মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগে বখাটে হাসানের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
×