ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্যোগবিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:১০, ৩ অক্টোবর ২০১৬

দুর্যোগবিষয়ক প্রশিক্ষণ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রবিবার থেকে পাঁচ দিনব্যাপী জরুরী পরিস্থিতিতে সন্ধান ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটে এদিন সকাল ৯টায় এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। প্রশিক্ষণে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের একজন অস্ট্রেলীয় প্রশিক্ষকসহ ছয়জন প্রশিক্ষণ দিচ্ছেন।
×