ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আলোর ফাঁদে বেশি ফলন

প্রকাশিত: ০৬:১০, ৩ অক্টোবর ২০১৬

আলোর ফাঁদে বেশি ফলন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২ অক্টোবর ॥ নাইক্ষ্যংছড়ি উপজেলায় আমন ধান ক্ষেতে অনিষ্টকারী পোকামাকড় দমনে পার্চিং পদ্ধতির ব্যবহার এবং আলোর ফাঁদে উপকার পাচ্ছে চাষীরা। রোপা আমন ধানক্ষেতে কীটপতঙ্গের আক্রমণ এবং ফসলের বিভিন্ন রোগ বালাইনাশকে চাষীরা কীটনাশকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি উপকারী কীটপতঙ্গ ও বিনষ্ট হয়ে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে বসেছে। কৃষক আব্দুল মজিদ জানান, এ আলোর ফাঁদ পদ্ধতির মাধ্যমে খুব সহজে ক্ষতিকর পোকা শনাক্ত করে পোকা দমনের মাধ্যমে ফসল রক্ষা করা যাবে এবং আগের চেয়ে ফলনও ভাল হবে।
×