ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইল উদ্ধার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ল যুবক

প্রকাশিত: ০৬:১০, ৩ অক্টোবর ২০১৬

মোবাইল উদ্ধার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ল যুবক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সৈয়দপুরে প্রাণ গেল এক যুবকের। শনিবার রাত আটটার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে সৈয়দপুর রেলস্টেশনের আউটার ও হোম সিঙ্গনালের মাঝামাঝি পয়েন্টে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে। নিহত যুবক সৈয়দপুর শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর মহল্লার মৃত নাছিমের ছেলে কায়ছার আলী (২৪)। সে দোকানে সরিষার তেল সরবরাহের কাজ করত। প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর রেলস্টেশন হতে খুলনাগামী রাত্রীকালীন আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি যখন আউটার ও হোম সিঙ্গনালের মাঝামাঝি পয়েন্টে এসে পড়ে ঠিক তখন কাউছার দৌড়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় তার হাতে থাকা নিজের মোবাইল ফোনটি রেললাইনের ওপর পড়ে যায়। ট্রেনটিও কাছাকাছি চলে আসে। ওই অবস্থায় মোবাইলটি রক্ষার জন্য রেললাইনের ওপর হতে তুলতে কাউছার পুনরায় রেললাইনের হাত বাড়ায়। ফলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×