ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:৪০, ৩ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে রবিবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনের পরিমাণও কমে গেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে। তবে সূচক ও লেনদেন কমার দিনে উভয় বাজারেই বস্ত্র খাতের কোম্পানিগুলোর চাহিদা বেড়েছে। শুধু তাই নয়, লেনদেনের শীর্ষ তালিকাতেও উঠে এসেছে বস্ত্র খাতের বেশকিছু কোম্পানি। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৫৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬৮১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ারদর। এদিকে, ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৬৯০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৬ পয়েন্টে। ডিএসইতে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল প্রকৌশল খাতের কোম্পানিগুলো। খাতটির নতুন তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমারের দর কমলেও বিএসআরএম স্টিলের দর বেড়েছে। দিনটিতে খাতটির মোট ৯৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১৫.২৩ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল আর্থিক খাতের কোম্পানিগুলো। দিনটিতে খাতটির ৮১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনে ১৩.২৯ ভাগ। তৃতীয় অবস্থানে ছিল জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানিগুলো। দিনটিতে খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৭৩ কোটি ৩৭ লাখ টাকা, যা মোট লেনদেনের ১২ ভাগ। এছাড়া সার্বিকভাবে ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ মবিল যমুনা বিডি, বিএসআরএম স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইয়াকিন পলিমার, ডরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার ও সিএমসি কামাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ শ্যামপুর সুগার, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফিন্যান্স, সিমটেক্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, জিএসপি ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিলস, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মডার্ন ডাইং, গ্রীন ডেল্টা ও ইসলামিক ফাইন্যান্স। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ হিডেলবার্গ সিমেন্ট, কেয়া কসমেটিকস, ইয়াকিন পলিমার, একমি ল্যাবরেটরিজ, লিন্ডে বিডি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমান ফিড, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও প্যারামাউন্ট টেক্সটাইল।
×