ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান হলেন ক্রিস্টোফার লাসকা

প্রকাশিত: ০৫:৩৯, ৩ অক্টোবর ২০১৬

গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান হলেন ক্রিস্টোফার লাসকা

ক্রিস্টোফার লাসকা গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ডে ১৭০তম সভায় সদস্যগণ এই সিদ্ধান্ত নেন। সিগভে ব্রেক্কে, যিনি গত বছরের আগস্টে টেলিনর গ্রুপের সিইও হয়েছেন তার পরিবর্তে লাসকা গ্রামীণফোন বোর্ডের পরিচালক নিযুক্ত হন। লাসকা বর্তমানে ভাইস প্রেসিডেন্ট বোর্ড গবর্নেন্স এ্যান্ড পার্টনারশিপ রিলেশনস, এশিয়া হিসেবে সিঙ্গাপুর এ কর্মরত আছেন। তিনি ২০০০ সালে টেলিনর এ যোগ দেন এবং এশিয়া ও ইওরোপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০১৬ আগস্টে টেলিনরের এশিয়া কার্যালয়ে যোগদানের আগে তিনি ২০১১ থেকে টেলিনর হাঙ্গেরির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। -বিজ্ঞপ্তি মামুন-উর-রশিদ স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি মামুন-উর-রশিদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হতে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। মামুন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে যোগদান করেন। তারপর বিভিন্ন ব্যাংকে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। Ñবিজ্ঞপ্তি নারায়ণগঞ্জে পাট রফতানিকারকদের সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ কার্যালয়ে রবিবার দুপুরে সারাদেশের পাট রফতদানিকারকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাট রফতদানিকারকদের সমাবেশে প্রতিষ্ঠানের সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় দেড় শতাধিক পাট রফতানিকারক ব্যবসায়ী অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক সভাপতি ফজলুল করিম, বর্তমান সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন। বাংলাদেশ থেকে পাট রফতানি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে পাট রফতানিকারকদের প্রতিষ্ঠান বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন (বিজেএ)। তারা উদ্বেগ প্রকাশ করে জানান, বাংলাদেশ থেকে পাট রফতানি এখন প্রায় বন্ধ রয়েছে। চলতি বছর দেশে ৮০ লাখ বেল পাট উৎপাদন হলেও এখন পর্যন্ত ব্যাংকগুলো পাট ব্যবসায়ীদের ঋণ নবায়ন করছে না। Ñনিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ সীমান্তজুড়ে আরও ৬১ ‘বর্ডার হাট’ চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে সীমান্তজুড়ে নতুন করে ৬১ ‘বর্ডার হাট’ চালুর সিদ্ধান্তে ভারত অনুমোদন দিয়েছে বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তবে কোথায় কোথায় এই বর্ডার হাটগুলো বসবে তা ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আলোচনা পর বর্ডার হাটগুলোর জন্য চূড়ান্ত অনুমোদন আসে। বিএসএফ আরও বর্ডার হাট বসানো ও বৈধ বাণিজ্যে আগ্রহী। কারণ এর ফলে সীমান্ত দিয়ে গুরুতর পাচার ঠেকাতে নজরদারির কাজ সহজ হবে। বর্তমানে ভারত-বাংলাদেশের চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্তজুড়ে মাত্র পাঁচটি বর্ডার হাট রয়েছে। দূরবর্তী সীমান্ত চৌকিগুলোর মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যদের সড়ক পথে চলাচলের সুযোগ দিতে ভারতের প্রতিশ্রুতির বিষয়টিও বিএসএফ চূড়ান্ত করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।-অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন এমডি ফোরকান বাংলাদেশ ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আরকিউএম ফোরকান। ১৯৭৩ সালে বাংলাদেশের বৃহত্তম বহুজাতিক ব্যাংক এএনজেড গ্রিন্ডলেইজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বাংলাদেশ কমার্স ব্যাংকের শীর্ষ দায়িত্ব গ্রহণের আগে তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ৪০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, এবি ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইস্টার্ন ব্যাংক লিমিটেডে চীফ অপারেটিং অফিসার এবং এএনজেড গ্রিন্ডলেইজ ব্যাংকে হেড অব ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। =বিজ্ঞপ্তি
×