ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমন্ত্রী ইতালি গেলেন

প্রকাশিত: ০৫:৩৮, ৩ অক্টোবর ২০১৬

বাণিজ্যমন্ত্রী  ইতালি গেলেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইতালি পৌঁছেছেন। ইতালির রোমে অনুষ্ঠিতব্য ‘চতুর্থ মিনিস্ট্রিয়াল মিটিং অন এগ্রিকালচারাল কমোডিটি মার্কেটস এ্যান্ড প্রাইজ এ্যাট এফএও’ তে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। এফএওর মহাপরিচালক জোসে গ্রাজিয়ানো দা সিলভার আমন্ত্রণে তিনি এ বেঠকে এ যোগদান করছেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলোÑ ‘লং টার্ম কমোডিটি প্রাইজ ট্রেন্ডস এ্যান্ড সাসটেইনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট’। বিশে^ কৃষি ও কৃষিজাত পণ্য বহুমুখীকরণে চ্যালেঞ্জ অনেক। ইতোমধ্যে এসডিজি-২০৩০ দারিদ্র্য ও ক্ষুধা নিরসনে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ।
×