ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাহাজ নির্মাণ শিল্পে খুলনা শিপইয়ার্ড মাইলফলক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৮, ৩ অক্টোবর ২০১৬

জাহাজ নির্মাণ শিল্পে খুলনা শিপইয়ার্ড মাইলফলক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, দেশের জাহাজ নির্মাণ শিল্পে খুলনা শিপইয়ার্ড মাইলফলক হয়ে থাকবে। এখানে যুদ্ধজাহাজ নির্মাণের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। দেশের চাহিদা পূরণ করে ভবিষ্যতে খুলনা শিপইয়ার্ড বিদেশেও জাহাজ রফতানি করবে। তিনি বলেন, প্রায় দেড় যুগ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহৎ উদ্দেশ্যে ও স্বপ্ন বাস্তবায়নের জন্য খুলনা শিপইয়ার্ডকে নৌবাহিনীতে হস্তান্তর করেছিলেন। খুলনা শিপইয়ার্ড প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপের যথার্থই প্রমাণ করেছে। নৌবাহিনীকে হস্তান্তরের পর হতে এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি রবিবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিতব্য তিনটি ইনশোর প্যাট্রোল ভেসেলের কিল লেয়িং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যেই খুলনা শিপইয়ার্ড প্রথম যুদ্ধ জাহাজ, পাঁচটি প্যাট্রোল ক্রাফট সফলভাবে নির্মাণ করে নৌবাহিনীকে হস্তান্তর করেছে এবং দুটি লার্জ প্যাট্রোল ক্রাফট নির্মাণ করছে। নতুন নতুন জাহাজ নির্মাণ শুধু খুলনা শিপইয়ার্ডকেই সমৃদ্ধ করছে না, জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, এ ইয়ার্ডে দ্রুতগতিসম্পন্ন তিনটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) নির্মিত হলে সমুদ্র এলাকায় নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্টগার্ডের ওপর অর্পিত দায়িত্ব পালন আরও সহজতর হবে। দেশের জলসীমার বিশাল সমুদ্র এলাকায় আগামী দিনের উপযোগী জলযান তৈরির চাহিদা পূরণের জন্য শিপইয়ার্ড সৃষ্টিশীল নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। এ অর্জনকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধরে রাখতে হবে। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনবিবি, ওমসপি, বিসিজিএম, এনডিসি, বিএন। স্বাগত বক্তৃতা করেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করডোর কে কামরুল হাসান, (এল), এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন। অনুষ্ঠানে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং খুলনা শিপইয়ার্ডের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কোস্টগার্ডের জন্য এই তিনটি ইনশোর প্যাট্রোল ভেসেল নির্মাণে ব্যয় হবে প্রায় ২৭০ কোটি টাকা। নির্মাণ কাজে কারিগরি সহায়তা করছে চায়নার সিএসওসি কোম্পানি। নির্মাণাধীন এই জাহাজের সর্বোচ্চ দৈর্ঘ্য ৫০ দশমিক ৪০ মিটার, প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার, গভীরতা ৪ দশমিক ১০ মিটার, ড্রাফট ১ দশমিক ৯৪ মিটার, ডিসপ্লে সিমেন্ট ৩শ’ মেট্রিক টন এবং সর্বোচ্চ গতি ২৩ নটিক্যাল মাইল। জাহাজে ২টি ৩০ মিমি সেমি অটোমেটিক গান, ২টি ১৪ দশমিক ৫ মিমি গান এবং ২টি এলএমজি সমরাস্ত্র থাকবে।
×