ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্দান ভার্সিটিতে তিন দিনব্যাপী ওয়ার্কশপ

প্রকাশিত: ০৫:৩৫, ৩ অক্টোবর ২০১৬

নর্দান ভার্সিটিতে তিন দিনব্যাপী ওয়ার্কশপ

নর্দান ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় তিন দিনব্যাপী ‘শিক্ষণ বিজ্ঞান এবং মেটাকগনেটিভ কৌশল ও অনুশীলন’ সম্পর্কিত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনইউবি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন এনইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ.ডব্লিউ.এম. আব্দুল হক, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল একতেদার আহমদ সিদ্দিকী (অব), কোয়ালিটি এ্যাসিউরেন্স বিশেষজ্ঞ ও এনইউবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড.এম. শামসুল হক। ওয়ার্কশপে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিভিন্ন অনুষদের লেকচারার, সিনিয়র লেকচারার ও এ্যাসিস্ট্যান্ট প্রফেসরবৃন্দ। -বিজ্ঞপ্তি
×