ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএমএর সংবাদ সম্মেলন রোগীর মৃত্যুপূর্ব যন্ত্রণা প্রশমনে যথাযথ ব্যবস্থার তাগিদ

প্রকাশিত: ০৫:৩৫, ৩ অক্টোবর ২০১৬

বিএমএর সংবাদ সম্মেলন রোগীর মৃত্যুপূর্ব যন্ত্রণা প্রশমনে যথাযথ ব্যবস্থার তাগিদ

স্টাফ রিপোর্টার ॥ পৃথিবীতে প্রতিবছর প্রায় পাঁচ কোটি মানুষ মারা যায়। এর মধ্যে সাড়ে তিন কোটি মানুষের মৃত্যুপূর্ব ব্যথামুক্তি এবং অন্যান্য চিকিৎসা সেবার প্রয়োজন পড়ে। ২০০৭ সালে শুধু ক্যান্সারে পৃথিবীতে মারা গেছে ৭০ লাখ মানুষ। এদের মধ্যে প্রায় ৭০ ভাগ মানুষকে মৃত্যুপূর্ব একটা দীর্ঘ সময় ভুগতে হয়েছে অমানুষিক শারীরিক ও মানসিক যন্ত্রণায়। মৃত্যু এসে মুক্তি দিয়েছে তাদের। অথচ অতি অল্প প্রশিক্ষণেই সেবা ও সহযোগিতা দিয়ে এ ধরনের রোগীর ব্যথাহীন মৃত্যু নিশ্চিত করা সম্ভব। একজন রোগীর মৃত্যুপূর্ব যন্ত্রণা প্রশমিত কাজে সকলের এগিয়ে আসা উচিত। রবিবার বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের অধ্যাপক ডাঃ নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ প্রমুখ বক্তব্য রাখেন। অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান বলেন, প্যালিয়েটিভ কেয়ার বাংলাদেশের চিকিৎসা সেবা খাতে তুলনামূলক নতুন একটি ধারণা।
×