ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্হস্থ্য অর্থনীতি কলেজে সহ-শিক্ষা চালুর দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি

প্রকাশিত: ০৫:৩৪, ৩ অক্টোবর ২০১৬

গার্হস্থ্য অর্থনীতি কলেজে সহ-শিক্ষা চালুর  দাবিতে ঢাবি  ভিসিকে স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে সহ-শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে স্মারকলিপি দিয়েছে কলেজটিতে অধ্যয়নরত ছাত্রীরা। রবিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তারা এ স্মারকলিপি প্রদান করেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের পক্ষে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি প্রদান করে। স্মারকলিপি গ্রহণ করে ঢাবি উপাচার্য বলেন, সহ-শিক্ষা কার্যক্রম চালু করতে পারে মন্ত্রণালয়। সহ-শিক্ষা কার্যক্রম চালু করবে কি করবে না এটি মন্ত্রণালয়ের এখতিয়ার। বিশ্ববিদ্যালয় সহ-শিক্ষা কার্যক্রম চালু করতে পারে না। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে শুধু ছাত্রীদের জন্য শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। তাই ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকেই ছাত্রীদের পক্ষ থেকে সহ-শিক্ষা কার্যক্রম চালুর দাবি করা হচ্ছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজসমূহ হচ্ছে- গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (গ্রীন রোড), ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স (লালমাটিয়া), ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (ময়মনসিংহ)। এর মধ্যে আজিমপুর ক্যাম্পাস ছাড়া বাকি ৩ কলেজই বেসরকারী।
×