ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম সাক্ষী শামছুদ্দিনের জবানবন্দী

পাকিরা আমির রাজাকারের দেখানো মতে শতাধিক গ্রামবাসীকে হত্যা করে ॥ যুদ্ধাপরাধী বিচার

প্রকাশিত: ০৫:৩০, ৩ অক্টোবর ২০১৬

পাকিরা আমির রাজাকারের দেখানো মতে শতাধিক গ্রামবাসীকে হত্যা করে ॥ যুদ্ধাপরাধী বিচার

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালীর আমির আহমেদসহ ৪ রাজাকারের বিরুদ্ধে করা মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষী মোঃ শামছুদ্দিনের (৬৪) জেরা সম্পন্ন করেছে আসামিপক্ষ। পরবর্তী সাক্ষীর জবানবন্দীর জন্য ২৩ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ রবিবার এ আদেশ প্রদান করেছে। গত ২৮ সেপ্টেম্বর এই সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। সাক্ষ্যদানকালে সাক্ষী বলেন, আসামি আমিরসহ রাজাকারদের দেখানো মতে আমাদের গ্রামের আনুমানিক শতাধিক নিরীহ মানুষকে পাক আর্মিরা গুলি করে হত্যা করেছে। যার কয়েকটি হত্যাকা-ের প্রত্যক্ষ সাক্ষী আমি। প্রসিকিউটর জাহিদ ইমাম ও রেজিয়া সুলতানা চমন সাক্ষীকে সহযোগিতা করেন। অন্যদিকে আসামিপক্ষে সাক্ষীকে জেরা করেন এ্যাডভোকেট তরিকুল ইসলাম ও এ্যাডভোকেট গাজী তামীম। এই মামলার পাঁচ আসামির মধ্যে আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, আব্দুল কুদ্দুস, জয়নাল আবদীন, আবুল কালাম (পলাতক) ও মোঃ ইউসুফ আলী। এ মামলার শুরুতে মোট পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল প্রসিকিউশনের তদন্ত দল। ইউসুফ আলী (৭৫) নামে একজনকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্ত গত ১৯ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হওয়ায় এ মামলার অভিযোগ থেকে তার নাম বাদ দেয়া হয়েছে।
×