ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বন্যহাতির মৃত্যু

প্রকাশিত: ০৫:২৯, ৩ অক্টোবর ২০১৬

শেরপুরে বিদ্যুতস্পৃষ্ট  হয়ে বন্যহাতির  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২ অক্টোবর ॥ এবার শেরপুরের ঝিনাইগাতীতে ভারত সীমান্তবর্তী একটি গ্রামে ধানক্ষেতের বৈদ্যুতিক তারে জড়িয়ে আরও এক বন্যহাতির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর পানবর গ্রামে ওই বন্যহাতির মৃত্যুর ঘটনা ঘটে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও বনবিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণী সম্পদ বিভাগ মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে দাঁতগুলো বনবিভাগ সংরক্ষণের জন্য রেখে হাতির মৃতদেহটি মাটিচাপা দেয়। এদিকে এ নিয়ে গত এক বছরে ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে ৪টি বন্যহাতির মৃত্যু ঘটল। জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর পানবর গ্রামের ক্ষেতে নেমে ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে ধান নষ্ট করে একদল বন্যহাতি। ওই সময় বন্যহাতি তাড়ানোর জন্য আগে থেকে পেতে রাখা জেনারেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক বন্যহাতি মারা যায়। স্থানীয় সূত্রমতে, ওই বন্যহাতিটি মারা যাওয়ার পর উত্তর পানবর ও আশপাশের এলাকায় বন্যহাতির দল তা-ব চালায়। এ বিষয়ে কাংশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহুরুল হক বলেন, বন্যহাতির আতঙ্কে গ্রামের সবাই অস্থির। বেশ কিছুদিন ধরে ঝিনাইগাতীর পাহাড়ী এলাকার মানুষ বন্যহাতির তা-বের কারণে ভোগান্তিতে রয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে বন্যহাতির আক্রমণে ঝিনাইগাতী সীমান্তে এক নারীসহ ২ জন মারা যায়। এদিকে বন্যহাতির কবল থেকে নিজেরা বাঁচতে ও ক্ষেতের ফসল রক্ষায় নানা ধরনের কৌশল নিয়েছেন স্থানীয়রা।
×