ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলশান হামলায় তাহমিদ অভিযোগমুক্ত

প্রকাশিত: ০৫:২২, ৩ অক্টোবর ২০১৬

গুলশান হামলায় তাহমিদ অভিযোগমুক্ত

কোর্ট রিপোর্টার ॥ গুলশান হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার কানাডা প্রবাসী তাহমিদ হাসিব খানকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা তাহমিদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি মর্মে পুলিশের দাখিল করা প্রতিবেদনটি গ্রহণ করে এই অব্যাহতির আদেশ দেন। গত ৪ আগস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমের সঙ্গে এ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষ হলে ১৩ আগস্ট ফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একইদিন হাসনাত করিমকে ওই রেস্তরাঁয় হামলার মামলায় সরাসরি গ্রেফতার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়। তবে তাহমিদকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়নি। তাকে ৫৪ ধারায় মামলায় দুই দফা রিমান্ড শেষে গত ২০ আগস্ট কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। সম্প্রতি কাউন্টার টেররিজম ইউনিটে কর্মরত পুলিশের সহকারী কমিশনার শহিদুর রহমান গুলশান হামলায় তাহমিদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করে তাকে অব্যাহতি প্রদানের আবেদন করেন। রবিবার ওই প্রতিবেদন গ্রহণ করে বিচারক তাকে অব্যাহতি প্রদানের আদেশ দেন। হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলার পরদিন সকালে একজন জাপানী, দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদেরই একজন তাহমিদ। এ ঘটনায় ৪ জুলাই গুলশান থানায় হত্যা মামলা করে পুলিশ, যাতে তাহমিদকেও আসামি করা হয়। তাহমিদ হাসিবের পক্ষে তার আইনজীবী বলেছেন, গত ১ জুলাই হলি আর্টিজান রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তাহমিদ। তিনি কানাডার একটি ইউনিভার্সিটিতে গ্লোবাল হেলথের ওপর পড়ালেখা করছেন। গুলশান হামলায় জঙ্গীরা তিন বাংলাদেশীসহ ২০ জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বিদেশী নাগরিক। পরদিন সকালে অপারেশন থান্ডারবোল্ট চালানো হয়। এতে পাঁচজন জঙ্গী নিহত হয়। অভিযানে নিহত হয় জঙ্গী মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও সফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল।
×