ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৈকতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

প্রকাশিত: ০৫:২১, ৩ অক্টোবর ২০১৬

সৈকতে গোসল করতে নেমে কলেজছাত্র  নিখোঁজ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শিক্ষা সফরে আসা রিফাত হাসান নামে এক ছাত্র সৈকতের সী ইন পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছে। জোয়ারের পানিতে সৈকতের গর্তগুলো একাকার হয়ে পড়ায় গোসল করতে নামার পরপরই হারিয়ে যায় ছাত্র রিফাত। তিনি ঢাকা সাভারের নবীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড রিসার্চ (নিটার) কলেজের ফাইনাল বর্ষের ছাত্র। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টায় সৈকতের সী ইন পয়েন্টে গোসল করতে নামেন রিফাতসহ তার সহপাঠী। ওইসময় ঢেউয়ের টানে ভেসে যায় রিফাত। তার বাড়ি নওগাঁ সদর ফতেহপুর এলাকায়। তিনি স্থানীয় হায়দার আলীর পুত্র। রিফাত হাসানের (২০) সহপাঠী সৌরভ জানান, কলেজের কোন শিক্ষক ছাড়াই তারা ৪৩ জন শিক্ষার্থী শনিবার সকালে কক্সবাজার আসেন। এরমধ্যে পাঁচ জন ছাত্রী রয়েছে। তারা সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। গোসল শেষে ১০টায় কলাতলী হোটেল রিগ্যাল প্যালেসে উদ্দেশে তারা রওনা হয়। এ সময় রিফাত হাসান তাদের সঙ্গে না থাকায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমি জানান, সাগরে গোসল করার সময় ভেসে যায় রিফাত। এরপর থেকে লাইফগার্ডসহ অন্য উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘসময় উদ্ধার তৎপরতা চালালেও তার সন্ধান মেলেনি।
×