ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রহ্মপুত্রের উপনদীতে চীনের বাঁধ নির্মাণ আটকে গেছে পানি প্রবাহ

প্রকাশিত: ০৮:২৬, ২ অক্টোবর ২০১৬

ব্রহ্মপুত্রের উপনদীতে চীনের বাঁধ নির্মাণ আটকে গেছে পানি প্রবাহ

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন তাদের একটি বিশাল জলবিদ্যুত প্রকল্পের জন্য ব্রহ্মপুত্রের উপনদীতে বাঁধ দিয়ে আটকে দিয়েছে। সমালোচকরা বলছেন, এর ফলে ব্রহ্মপুত্রের ভাটিতে কোটি কোটি মানুষ পানির সঙ্কটে পড়বে। উজানের দুটি দেশ ভারত ও বাংলাদেশে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খবর বিবিসির ব্রহ্মপুত্র নদী চীনে ‘ইয়ারলাং সাংবো’ নামে পরিচিত। এর একটি উপনদীর স্রোত চীন বাঁধ দিয়ে আটকে দিয়েছে, যাতে করে নদীর পানি বিশাল জলাধারে আটকে রাখা যায়। চীন বলছে, এই জলাধারের পানি তারা সেচের কাজে ব্যবহার করছে। একই সঙ্গে তাদের এই প্রকল্পের লক্ষ্য জলবিদ্যুত তৈরি এবং বন্যা নিয়ন্ত্রণ। চীনের এই সর্বশেষ পদক্ষেপ নিয়ে অবশ্য বাংলাদেশের সরকারী কর্মকর্তারা অবশ্য মুখ খোলেননি। বাংলাদেশের বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, চীন আসলে কি করছে তার কিছুই আমরা জানি না। সেখান থেকে খুব কম তথ্যই পাওয়া যায়। তিনি বলেন, চীন ব্রহ্মপুত্র নদীর পানি ব্যবহার করে অনেকগুলো জলবিদ্যুত প্রকল্পের পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য ১ লাখ ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা। ইতোমধ্যে ঝাংমো নামে একটি জলবিদ্যুত প্রকল্প ইতোমধ্যে চালু হয়ে গেছে।
×