ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি

প্রকাশিত: ০৮:২১, ২ অক্টোবর ২০১৬

কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি

জনকণ্ঠ ডেস্ক ॥ কাশ্মীর সীমান্তে শনিবার ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত ভিমবার এলাকায় পাকিস্তানী ও ভারতীয় সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। খবর ডনের। কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের উত্তেজনা বেড়েই চলেছে। প্রতিদিনই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। ডন জানিয়েছে, বিনা উস্কানিতে ভারতীয় বাহিনীর ছোড়া গুলির উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানী সেনারা। ভিমবার এলাকায় শনিবার ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। অন্যদিকে ভারত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জন্য পাকিস্তানকে দায়ী করেছে। পিটিআইর খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে পাকিস্তানী সেনারা ভারতীয় চৌকি ও বেসামরিক এলাকায় গুলি চালিয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জম্মু জেলার ম্যাজিস্ট্রেট সীমরামদীপ সিং এ খবর দিয়েছেন।
×