ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

প্রকাশিত: ০৬:৩৮, ২ অক্টোবর ২০১৬

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

(পূর্ব প্রকাশের পর) ৪১. মুহম্মদ আলী জিন্নাহকে পাকিস্তান প্রতিষ্ঠার- র. তাত্ত্বিক বিবেচনা করা হয় রর. ব্যাখ্যাকর বিবেচনা করা হয় ররর. প্রচারক বিবেচনা করা হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৪২. যেকোনো মানুষের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন? ক) শক্তির খ) ক্ষমতার গ) নৈতিকতার ঘ) অর্থের ৪৩. প্রশাসনিক ট্রাইব্যুনাল বাংলাদেশ সংবিধানের কত নং অন্তর্ভুক্ত বিষয়াবলি দেখভাল করেন? ক) ১৭ নং খ) ২৭ নং গ) ৩৭ নং ঘ) ৪৭ নং ৪৪. উপমহাদেশে প্রথম সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠিত হয় কবে? ক) ১৯২৬ সালে খ) ১৯৩১ সালে গ) ১৯৭২ সালে ঘ) ১৯৭৫ সালে ৪৫. বাজেট প্রণয়নের মূল ভূমিকা পালন করেন কে? ক) রাষ্ট্রপতি খ) অর্থমন্ত্রী গ) পররাষ্ট্রমন্ত্রী ঘ) দ্বাদশ সংশোধনী ৪৬. আজাদ যে কমিশনের মাধ্যমে শিক্ষক হয়েছে এই কমিশনটি কত সালে গঠিত হয়? ক) ১৯৭৭ সালে খ) ১৯৭৮ সালে গ)১৯৭৯ সালে ঘ) ১৯৮০ সালে ৪৭. প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত বলে গণ্য হবেন না যারা- র. সংসদ সদস্য রর. রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ররর. প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪৮. কাদের সুনির্দিষ্ট পদক্ষেপের ফলে নাগরিক সমাজ কর্তব্যপরায়ণ হয়ে ওঠে? ক) কেন্দ্রীয় সরকার খ) স্থানীয় সরকার গ) প্রাদেশিক সরকার ঘ) জাতীয় সরকার উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: মাহমুদ তার শিক্ষককে বলল, রাষ্ট্রপতি যেকোনো মামলা এবং আদালতে জবাবদিহিতা থেকে মুক্ত। তাহলে তো তিনি স্বেচ্ছাচারী হয়ে যাবেন। শিক্ষক মাহমুদকে রাষ্ট্রপতির অভিশংসন বুঝিয়ে দিলেন। ৪৯. প্রতিটি রাষ্ট্রের সংবিধানে কোন বিষয় সম্পর্কে উল্লেখ থাকে? ক) রাষ্ট্রপতির মেয়াদ বৃদ্ধি খ) রাষ্ট্রপতির পুনর্বহাল গ) রাষ্ট্রপতির পর শূন্যতা ঘ) রাষ্ট্রপতির দায়িত্ব স্থানান্তর সঠিক উত্তর: ৪১. (ঘ) ৪২. (ঘ) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (গ)
×