ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাবরের সেঞ্চুরিতে বিধ্বস্ত উইন্ডিজ

প্রকাশিত: ০৬:২৮, ২ অক্টোবর ২০১৬

বাবরের সেঞ্চুরিতে বিধ্বস্ত উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ এ যেন জিয়ন কাঠির অদৃশ্য ছোঁয়ায় বদলে যাওয়া পাকিস্তান। টানা ব্যর্থতায় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তলানির দিকে আজহার আলির দল। টি২০তেও চলছিল দৈন্যদশা। রঙিন পোশাকে সেই তারাই নব্বই ডিগ্রী এ্যাঙ্গেলে ঘুরে দাঁড়িয়েছে! টি২০তে বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজকে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করা ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা প্রথম ওয়ানডেতেও তুলে নিয়েছে ১১১ রানের বিশাল জয়। শারজায় দুরন্ত এক সেঞ্চুরির (১২০) পথে ক্যারিবীয়দের একাই বিধ্বস্ত করেছেন বাবর আজম। ৪৯ ওভারে ৯ উইকেটে ২৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। জবাবে ৩৮.৪ ওভারে ১৭৫-এ অলআউট জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে ওয়ানডে জয়ের সংখ্যায় চিরশত্রু ভারতকে ছাড়িয়ে যায় পাকিস্তান। দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আজই। অথচ টস জিতে ফিল্ডিং নেয়া উইন্ডিজের শুরুটা খারাপ ছিল না। প্রথম বলেই প্রতিপক্ষ অধিনায়ক আজহারকে (০) তুলে নেন শ্যানন গ্যাব্রিয়েল। কিন্তু বাবর ঠিক করে রেখেছিলেন দিনটা নিজের করে নেবেন। ২১ বছর বয়সী ব্যাটসম্যান পেয়েছেন ক্যারিারের প্রথম সেঞ্চুরি, শেষ পর্যন্ত আউট হয়েছেন ১২০ রান করে। মেরেছেন ৮ চার ও ৩টি ছক্কা। দ্বিতীয় উইকেটে শারজিল খানের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে গেছেন তিনি। ৪৩ বলে ৫৪ রানের কার্যকর ইনিংস খেলেছেন ওপেনার শারজিল। ধারাবাহিকতার প্রতীক হয়ে ওঠা ইমাদ ওয়াসিম শেষদিকে ২৪ বলে ২৪ ও মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ১৯ রান করেন। উইন্ডিজের হয়ে কার্লোস ব্রেথওয়েট ৩, গ্যাব্রিয়েল, হোল্ডার, সুলায়মান বেন ও সুনীল নারাইন নিয়েছেন ১টি করে উইকেট। পাকিস্তানের ইনিংস চলাকালেই ফ্লাইডলাইট বিভ্রাটের কারণে ঘণ্টা খানেকের মতো খেলা বন্ধ থাকে। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৯ ওভারে উইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৮৭। কিন্তু হোল্ডারের দল শুরু থেকেই নিয়মিত উইকেট হারায়। জনসন চার্লস (২০), ক্রেইগ ব্রেথওয়েট (১৪) দুই অঙ্ক ছোঁয়ার পরই আউট হয়ে যান। বিপর্যয়ের মাঝে অভিজ্ঞ মারলন স্যামুয়েলসই যা একটু খেলতে পেরেছেন। ৫৯ বলে ৪৬ রানের সংগ্রামী ইনিংস খেলে তিনি যখন আউট হন ততক্ষণে ১৩৫ রানে ৮ উইকেট নেই অতিথিদের। শেষদিকে নারাইন (২৩)-ব্রেথওয়েটদের (১৫) প্রচেষ্টা হারের ব্যবধানই কমিয়েছে কেবল। পাকিস্তানের হয়ে তরুণ বাঁহাতি-অফস্পিনার মোহাম্মদ নওয়াজ ৪ ও পেসার হাসান আলি নিয়েছেন ৩টি করে উইকেট। অধিনায়ক আজহার বলেন, ‘এটি দলীয় প্রচেষ্টার ফল। বাবর আর শারজিল চমৎকার ব্যাটিং করেছে। আমাদের বোলিংটাও ভাল হয়েছে। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাই।’ অন্যদিকে হারের জন্য ক্যারিবীয় সেনাপতি হোল্ডার তাদের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন। রঙিন পোশাকে পাকিদের ঘুরে দাঁড়ানোর শুরুটা ইংল্যান্ড সফরে। সেখানে ৪-০তে পিছিয়ে পড়েও শেষ ম্যাচে তিন শ’ রান টপকে জিতেছিল তারা। এটি পাকিস্তানের ইতিহাসের ৪৫৫ নম্বর ওয়ানডে জয়, যার মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে (৪৫৪) পেছনে ফেলল তারা। ৫৪৭ ম্যাচ জিতে এই দুই দলের ওপরে কেবল অস্ট্রেলিয়া।
×