ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিরোপাখরা ঘুচালেন কেভিতোভা

প্রকাশিত: ০৬:২৮, ২ অক্টোবর ২০১৬

শিরোপাখরা ঘুচালেন কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে শিরোপার দেখা পেলেন পেত্রা কেভিতোভা। দীর্ঘ ১৩ মাস পর প্রথম কোন ট্রফি জয়ের স্বাদ পেলেন তিনি। শনিবার উহান ওপেনের ফাইনালে সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকে হারান চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা শিরোপা জয়ের লড়াইয়ে এদিন ৬-১ এবং ৬-১ সেটে পরাজিত করেন টুর্নামেন্টের দশম বাছাই ডোমিনিকা সিবুলকোভাকে। সেইসঙ্গে উহান ওপেনের দ্বিতীয় শিরোপা জিতলেন কেভিতোভা। ২০১১ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান পেত্রা কেভিতোভা। দীর্ঘ তিন বছরের বিরতি শেষে জিতেন ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপা। সে বছরই উহান ওপেনের প্রথম ট্রফি নিজের শোকেসে তোলেন তিনি। ২০১৪ সালের পর থেকে আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ২৬ বছর বয়সী এই চেক তারকা। নিষ্প্রভ পারফর্মেন্সের পাশাপাশি তার বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় চোট। তবে ইনজুরি থেকে মুক্ত হয়ে উহান ওপেনে আসল কেভিতোভাকেই দেখতে পেল টেনিস বিশ্ব। এতে দারুণ রোমাঞ্চিত টুর্নামেন্টের ১৪তম বাছাই। উহানে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে পেরে আবেগাপ্লুতও ১৮টি ডব্লিউটিএ ট্রফি জয়ের মালিক। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কেভিতোভা বলেন, ‘উহান অবশ্যই আমার প্রিয় শহর। এখানকার সমর্থকরাও অসাধারণ। এখানে আমার দুর্দান্ত কিছু ম্যাচ খেলার স্মৃতি রয়েছে। চ্যাম্পিয়ন হয়ে এখানে আবারও শিরোপা উঁচিয়ে ধরতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।’উহান ওপেন জেতায় পেত্রা কেভিতোভার চোখ এখন চীনা ওপেনে। সব মনোযোগ এখন এই টুর্নামেন্টেই মৌসুমের প্রথম ট্রফি জেতা কেভিতোভার। কেননা উহানের পর চীনা ওপেনেও ভাল করতে পারলে মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই কোর্টে নামবেন তিনি।
×