ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইডেন টেস্ট

ভূবনেশ্বর তোপে কোণঠাসা নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৬:২৮, ২ অক্টোবর ২০১৬

ভূবনেশ্বর তোপে কোণঠাসা নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতে ক্রিকেট মানেই অবধারিত স্বাগতিক স্পিনারদের দাপট। ইডেন টেস্টের দ্বিতীয় দিনে তার ব্যতিক্রম ঘটল। বল হাতে ঝড় তুললেন পেসার ভূবনেশ্বর কুমার। তাতে পুড়ে ছাই নিউজিল্যান্ড। ভারতের ৩১৬ রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ৩৪ ওভারে ১২৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। বিজে ওয়াটলিং ১২ ও জিতেন প্যাটেল ব্যাট করছেন ৫ রান নিয়ে। অতিথিরা এখনও পিছিয়ে আছে ১৮৮ রানে। সুইংয়ের অপূর্ব প্রদর্শনীতে ১০ ওভার বল করে ৫ উইকেট তুলে নিয়েছেন ভূবনেশ্বর। অথচ বৃষ্টির কারণে শনিবার সারা দিনে খেলা হয়েছে ৫২.৫ ওভার। সব মিলিয়ে ঘরের মাটিতে ২৫০তম টেস্ট ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিরাট কোহলির দল। কানপুরে বড় জয়ে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে তারা। শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১ রানে টম লাথামকে ফিরিয়ে দেন মোহাম্মদ শামি। ১৩ রান করা মার্টিন গাপটিলকে ভূবনেশ্বর যখন তুলে নেন ২ উইকেটে কিউইদের রান ১৮। এক ওভারের ব্যবধানে হেনরি নিকোলসের (১) স্ট্যাম্পও উপড়ে ফেলেন ভূবনেশ্বর। ২৩/৩-এ পরিণত হয় নিউজিল্যান্ড। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলে একটু আগে ভাগেই চা-বিরতি দেন আম্পায়াররা। কিন্তু কলকাতার আকাশ পরিষ্কার না হওয়ায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল চারটায় খেলা মাঠে গড়ায়। এরপরও চলতে থাকে ভূবনেশ্বরের বোলিং তোপ। মাঝে এই টেস্টের অধিনায়ক রস টেইলর আর লুক রনকি মিলে প্রতিরোধের আপ্রাণ চেষ্টা চালান। অসুস্থতাজনিত কারণে নেই কেন উইলিয়ামসন। অভিজ্ঞ টেইলরকে (৩৬) ফিরিয়ে এ জুটি ভাঙ্গেন ভূবনেশ্বর। ১১ রান করা মিচেল স্যান্টনারও তার শিকার। পরের বলেই ম্যাট হেনরির (০) স্ট্যাম্প ছিটকে দিয়ে ক্যারিয়ারের চতুর্থবার পঞ্চম উইকেট তুলে নেন উত্তর প্রদেশের এই ডানহাতি পেসার। এর আগে ঘরের মাটিতে প্রথম হাফ সেঞ্চুরি পান ঋদ্ধিমান সাহা। বাংলার এই ব্যাটসম্যানের হাত ধরেই ইডেনে ৩শ’র ল্যান্ডমার্ক পেরোয় ভারত। ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন তিনি। ৭ উইকেটে ২৩৯ রান নিয়ে এদিন আরও ৭৭ রান যোগ করে স্বাগতিকরা। রবীন্দ্র জাদেজা ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন ঋদ্ধিমান। ৮৫ বলের ইনিংসে ৭ চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। একেবারে শেষদিকে ১৪ বলে ১৪ রান করেন শামি। ম্যাট হেনরি ৩, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার ও জিতেন প্যাটেল নেন ২টি করে উইকেট। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৩১৬/১০ (১০৪.৫ ওভার; পূজারা ৮৭, রাহানে ৭৭, ঋদ্ধিমান ৫৪*, অশ্বিন ২৬, জাদেজা ১৪, শামি ১৪, কোহলি ৯, বিজয় ৯, রোহিত ২, ধাওয়ান ১; হেনরি ৩/৪৬, বোল্ট ২/৪৬, ওয়াগনার ২/৫৭, প্যাটেল ২/৬৬)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ১২৮/৭ (৩৪ ওভার; টেইলর ৩৬, রনকি ৩৫, গাপটিল ১৩, ওয়াটলিং ১২*, স্যান্টনার ১১; ভূবনেশ্বর ৫/৩৩, জাদেজা ১/১৭)। ** দ্বিতীয়দিন শেষে
×