ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলের অনুশীলন শুরু

প্রকাশিত: ০৬:২৬, ২ অক্টোবর ২০১৬

বাংলাদেশ দলের অনুশীলন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ জটিল সীমারেখার মাঝ বরাবর এখন অবস্থান করছে বাংলাদেশের ফুটবল। ঘরের মাঠে ভুটানকে হারাতে না পারায় এখন ফিরতি ম্যাচে কঠিন চাপে লাল-সবুজ জার্সিধারীরা। থিম্পুতে হয় জিততে হবে, না হয় গোলে ড্র করতে হবে। না পারলে শূন্যহাতে বিদায়। আগামীতে জাতীয় দল নিয়ে কি ধরনের পরিকল্পনা তৈরি করবে বাফুফে, তা নির্ভর করছে এ ম্যাচের ফলের ওপর। ‘এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে অফ’ পর্বে আগামী ১০ অক্টোবর থিম্পুতে ভুটানকে ফিরতি ম্যাচে মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের ক্যাম্প শুরু হয়েছে শনিবার থেকে। ওইদিনই বিকেলে কোচ টম সেইন্টফিটের অধীনে বাংলাদেশ দল ঘাম ঝরায় অনুশীলনে। দলের ক্যাম্প হয়েছে রাজধানীর একটি হোটেলে। ওই দিন বেলা ১২টায় প্রাথমিক দলের ৩৩ ফুটবলারকে দলের ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করার কথা থাকলেও রিপোর্ট করেছেন মাত্র ২০ জন। বাকি ১৩ জন ছিলেন অনুপস্থিত। কারণ সিলেটে চট্টগ্রাম আবাহনীর ম্যাচ ছিল শনিবার রাতে। আর চট্টগ্রাম আবাহনীর আট খেলোয়াড় রয়েছেন প্রাথমিক দলে। এছাড়া সিলেট থেকে সকালে ঢাকা রওনা দেন আরও ক’জন ফুটবলার। দলে দুই নতুন মুখ সাদউদ্দিন এবং সারোয়ার জামান নিপু। উভয়েই এসেছেন অনুর্ধ-১৬ জাতীয় দল থেকে। অবসর ভেঙ্গে ফিরেছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। যদিও তিনি আদতে খেলবেন কি না, সেটা এখনও পরিষ্কার করেননি। ছয় মাসের শাস্তির মেয়াদ শেষে আবারও দলে ফিরেছেন ডিফেন্ডার ইয়াসিন খান। ফিট হয়ে ফিরেছেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলিও।
×