ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শনিবার বিশ্রামে কাটিয়েছে বাটলারবাহিনী, ভিসা জটিলতায় কোচ বেলিস

আজ থেকে প্রস্তুতি শুরু ইংলিশদের

প্রকাশিত: ০৬:২৫, ২ অক্টোবর ২০১৬

আজ থেকে প্রস্তুতি শুরু ইংলিশদের

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশের মাটিতে। নিরাপত্তা ইস্যু নিয়ে ইংলিশদের এবারের সফরটা নিয়ে ছিল শঙ্কা, যদিও সেটা অনেক আগেই কেটে গিয়ে নিশ্চিত হয় সময় মতোই আসছে তারা। তবে নিয়মিত ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান আর ওপেনার এ্যালেক্স হেলস ওই নিরাপত্তার অজুহাতেই এবার বাংলাদেশ সফরের দলে নেই। অবশেষে, শুক্রবার রাতে কোচ ট্রেভর বেলিসকে ছাড়াই ঢাকায় পৌঁছে জস বাটলারের নেতৃত্বাধীন ওয়ানডে দল। কারণ সিরিজের শুরুতেই আছে তিন ওয়ানডে। বেলিস ভিসা জটিলতায় আটকা পড়েছেন অস্ট্রেলিয়াতে। আজ রাতের আগে তিনি পৌঁছুতে পারছেন না। তাই আজ প্রধান কোচ বেলিসকে ছাড়াই অনুশীলনে নামবে বাটলারবাহিনী। তবে শনিবার তারা হোটেলেই কাটিয়েছে। শুধু ইংল্যান্ড দলের নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষক দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পর্যবেক্ষণ করে গেছে। তাদের জন্য আরেকটি সুবিধা হয়েছে এদিন সফরকারী আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে থাকায়। নিরাপত্তা পর্যবেক্ষকরা ভালভাবে খতিয়ে দেখতে পেরেছেন খেলা চলাকালীন সার্বিক পরিস্থিতি। এদিন হোটেলে বসেই বাংলাদেশ-আফগানিস্তান খেলা উপভোগ করেছেন তারা। সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল ইংল্যান্ড দল। দীর্ঘ ৬ বছর পর আবার আসলো তারা। যদিও ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ খেলতেও মোটামুটি বড় একটি সময়কালের জন্য বাংলাদেশে অবস্থান করতে হয়েছিল তাদের। এ সফরে অধিনায়ক মরগান না আসায় ইংলিশদের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বাটলার। এছাড়াও আসেননি বিধ্বংসী ওপেনার হেলস। তারা নিরাপত্তা শঙ্কায় এবারের সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাদের ছাড়াই ঘোষিত ইংল্যান্ড দলের সবাই পূর্বনির্ধারিত সময়সূচী অনুসারে ঢাকায় পা রেখেছেন। শুরু থেকেই কড়া নিরাপত্তায় ইংলিশ ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয়েছে হোটেলে। শুক্রবারের ভ্রমণক্লান্তি পুরোপুরি কাটিয়ে ওঠার জন্য দারুণ একটি সুযোগ পেয়েছেন তারা শনিবার। পুরোটা দিনই বিশ্রাম এবং হোটেলের সুইমিং পুলে সময় কাটিয়েছেন দলের ক্রিকেটাররা। মাঠমুখো হননি কেউ। কারণ এদিন আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে হচ্ছিল মিরপুরে। আরেকটি সুবিধা হয়েছে কোচ বেলিস আসতে না পারায় পূর্ণাঙ্গ অনুশীলন করাটা হয়তো সম্ভব হতো না। সেটা থেকেও রেহাই পেয়েছে ইংল্যান্ড দল। তবে আজকেও বেলিসবিহীনই থাকতে হবে বাটলারদের এবং অনুশীলনও করতে হবে তাকে ছাড়াই। কারণ ভিসা জটিলতায় তিনি অস্ট্রেলিয়ায় আটকে আছেন। সেখান থেকে জটিলতা কাটিয়ে ঢাকায় আসতে আসতে আজ রাত হয়ে যেতে পারে বেলিসের। ব্রিটিশ সংবাদ মাধ্যম এমন তথ্যই দিয়েছে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে ওঠার যথেষ্ট সুযোগ পাচ্ছে ইংল্যান্ড দল। আজ এবং সোমবার অনুশীলন করার যেমন সুযোগ থাকছে, তেমনি মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ আছে। ফতুল্লায় একদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিরুদ্ধে নামবে তারা। এছাড়াও বাংলাদেশ দলকে মাঠের লড়াইয়ে ভালভাবেই পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে ইংল্যান্ড দল। আফগানদের বিরুদ্ধে চলা তৃতীয় ওয়ানডে ম্যাচ হোটেলে বসে টিভিতেই দেখার সুযোগ পেয়েছে। আর এটাই সহায়ক হবে মাশরাফির দলকে মোকাবেলার জন্য পরিকল্পনা সাজাতে।
×