ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিয়াল, বার্সিলোনা, এ্যাটলেটিকোর ভাবনায় শুধুই জয়

লা লিগায় মাঠে নামছে আজ ‘বিগ থ্রি’

প্রকাশিত: ০৬:২৫, ২ অক্টোবর ২০১৬

লা লিগায় মাঠে নামছে আজ ‘বিগ থ্রি’

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের বিরতি শেষে শনিবার থেকেই মাঠে গড়িয়েছে লা লিগা। সেভিয়া, গ্রানাডা, দেপোর্তিভো লা করুনা এবং ওসাসুনার মতো ক্লাবগুলো প্রথম দিনেই মাঠে নামে। তবে লা লিগার বিগ থ্রি মাঠে নামছে আজ। এই সময়ে লা লিগার পয়েন্ট টেবিলের আধিপত্য ধরে রাখতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনার সঙ্গে মরিয়া মাদ্রিদের দুই ক্লাব রিয়াল-এ্যাটলেটিকো। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এইবারকে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া সফরে যাবে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনাকে স্বাগত জানাবে সেল্টা ভিগো। এছাড়াও মালাগা-এ্যাথলেটিক বিলবাও এবং এস্পানিওল মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগে একমাত্র স্পেনের ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদই পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হয়েছে। কেননা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে যে ড্র করে তারা! এর ফলে টানা তিন ম্যাচে ড্র করল উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। তাই এইবারের বিপক্ষে বেশ সতর্ক থেকেই মাঠে নামবেন বেল-রোনাল্ডোরা। ম্যাচের আগে রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যানিলো সংবাদ সম্মেলনে বলেন, ‘শেষ ম্যাচে ড্র করলেও আমরা ভাল খেলেছি। কিন্তু তারপরও এমন পারফর্মেন্সে আমরা সন্তুষ্ট না। তবে এইবারও এবার ভাল খেলছে। তাদের বিপক্ষে সতর্ক থেকেই মাঠে নামতে হবে।’ চলতি মৌসুমে এইবার বেশ ভাল খেলছে। ছয় ম্যাচের তিনটিতেই জয় পেয়ে লীগ টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র ৪। চোটের কারণে আজও ব্রাজিলের দুই তারকা কাসেমিরো এবং মার্সেলোকে ছাড়াই একাদশ সাজাবেন জিদান। লিওনেল মেসিকে ছাড়া আজ কঠিন চ্যালেঞ্জের সামনে লুইস এনরিকের বার্সিলোনাও। সপ্তাহের তৃতীয় এ্যাওয়ে ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। তবে দলের সেরা তারকা না থাকলেও নেইমার-সুয়ারেজেই আস্থা রাখছেন বার্সার কোচ। এ প্রসঙ্গে লুইস এনরিক বলেন, ‘দলের সব খেলোয়াড়ই ভরপুর আত্মবিশ্বাসী। তারা যেভাবে পারফর্ম করছে তাতে আমি খুবই সন্তুষ্ট।’ তবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেও লিওনেল মেসিকে মিস করছেন বলে জানিয়েছেন সার্জিও বুসকুয়েটস। তার মতে, ‘আমরা সবসময়ই লিওকে (মেসি) মিস করি। আর জয়ের ব্যবধানটা যখন ছোট ব্যবধানে হয় তখন তো তা আরও বেশি লক্ষ্য করা হয়।’ এদিকে বিতর্ক আর লুইস সুয়ারেজ যেন একই নাম! একের পর এক কেলেঙ্কারিতে খবরের শিরোনাম হয়ে ওঠেন উরুগুয়ের এ স্ট্রাইকার। সর্বশেষ ক্লাব বার্সিলোনার হয়ে খেলার সময় লাইনসম্যানের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন তিনি। গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে যায় বার্সা। আর ঐ ম্যাচ চলাকালীন লাইনম্যানের একটি সিদ্ধান্ত মানতে না পারায় বাজে আচরণ করেন এই তারকা ফুটবলার। যদিও ম্যাচে কাতালানরা ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। স্প্যানিশ একটি টেলিভিশনে সুয়ারেজের এমন আচরণের ভিডিও প্রকাশের পরই সমালোচনার ঝড় ওঠে। তবে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে সুয়ারেজ কোন ধরনের শাস্তি পাচ্ছেন কিনা তা জানা যায়নি। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনিকে কামড় দেয়ায় ফুটবল থেকে চার মাস নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ। আজ অবশ্য দিনের প্রথম ম্যাচেই এ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। সেক্ষেত্রে প্রতিপক্ষকে হারাতে পারলে অন্তত কয়েক ঘণ্টার জন্য হলেও রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে যাবে দিয়েগো সিমিওনির দল। এ্যাটলেটিকো মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী বেয়ার্ন মিউনিখকে পরাজয়ের স্বাদ উপহার দেয়। তাই এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছেন না সিমিওনির শিষ্যরা। এই মৌসুমের শুরুতে এ্যাটলেটিকো যেন খেই হারিয়ে ফেলে। তবে স্বরূপে ফিরতে খুব বেশি সময় নেয়নি তারা। গত মাসে ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পায় এ্যাটলেটিকো। আর একমাত্র ড্রটি ছিল লীগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনার বিপক্ষে।
×