ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গরু নামাতে ক্রেন!

প্রকাশিত: ০৬:০৫, ২ অক্টোবর ২০১৬

গরু নামাতে ক্রেন!

পাকিস্তানের করাচীতে একটি চারতলা বাড়ির ছাদ থেকে দুটি গরু মাটিতে নামাতে ক্রেন ব্যবহার করা হয়েছে। করাচী শহরের চারতলা ওই বাড়ির ছাদে ২০১২ সাল থেকে গরু পালন করতেন এজাজ আহমেদ নামে এক ব্যক্তি। কিন্তু চার বছর পর তিনি সিদ্ধান্ত নেন যে, আর গরু পালন করবেন না। তখনই বাধে গোল। কিন্তু গরুগুলো মাটিতে নামানো হবে কিভাবে? কেননা, যখন গরুগুলো ছাদে নেয়া হয়েছিল তখন সেগুলো ছোট থাকায় সিঁড়ি ব্যবহার করে উপরে ওঠানো হয়েছিল। কিন্তু এখন আর তা সম্ভব নয়। তাই ক্রেনের ব্যবস্থা। এজাজ আহমেদ বলেন, গরুগুলো এত বড় হয়ে গেছে যে, ওই ভবনের সঙ্কীর্ণ সিঁড়ি দিয়ে তাদের নামানো অসম্ভব। উপায়ান্তর না দেখে আমরা ৬০ ফুট লম্বা এক ক্রেন ভাড়া করি। সরু গলির ভেতরে জড়ো হওয়া শ’ শ’ লোকের কৌতূহলী দৃষ্টির সামনে দড়িতে বেঁধে গরুগুলো নামিয়ে আনা হয়। জরুরী সেবা বিভাগের এক কর্মকর্তা এ ক্রেন দিয়ে গরু নামানোর কার্যক্রমের পর বলেছেন, আমি জীবনে কখন এ রকম উদ্ধার অভিযানের কথা শুনিনি। -ডেইলি মেইল অবলম্বনে।
×