ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাজনী সুদের টাকা দিতে না পেরে স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৭, ২ অক্টোবর ২০১৬

মহাজনী সুদের টাকা দিতে না পেরে স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ঋণ নেয়া টাকা সুদসহ ফেরত দিতে না পেরে চকরিয়া পাইন্ন্যাসা বিল হাজামপাড়ার মঞ্জুর আলম (৫০) স্ট্রোকে মারা গেছেন। তিনি মৃত জাকের হোসেনের পুত্র। মহাজন সুদের টাকার জন্য গালিগালাজ, হুমকিসহ পরিবারের লোকজনকে রাস্তাঘাটে অপমান করে আসছিল কয়েকদিন ধরে। মঞ্জুর আলমের স্ত্রী রাবেয়া বেগম (৪৫) বলেন, ৪ বছর আগে সায়েম মিয়ার কাছ থেকে এক লাখ টাকা ঋণ নেন আমার স্বামী মঞ্জুর আলম। ওই টাকার বিপরীতে মোট ২ লাখ ৪৭ হাজার টাকা দাবি করা হয়। ইতোমধ্যে ২ দফায় ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার ৪০ হাজার টাকা নিয়ে গেলে প্রচ- গালিগালাজ করেন সায়েম মিয়া। অপমানে রাবেয়া অজ্ঞান হয়ে যায়। এ খবর শুনে মঞ্জুর আলম স্ট্রোক করে বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে মারা যান। মহাজন সায়েম মিয়া বলেন, এলাকার মানুষ অভাবে পড়লে আমি টাকা ধার দেই। কেউ খুশি হয়ে কিছু লাভ দিলে আমি নেই। কাউকে চাপাচাপি করি না। ওই বিচারটি ইতোপূর্বে স্থানীয় চেয়ারম্যান আব্দুল মতলব মিটমাট করে দিয়েছেন।
×