ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী হত্যা মামলায় দুই যুবতী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৬, ২ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী হত্যা মামলায় দুই যুবতী গ্রেফতার

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে বাংলাদেশী হত্যা মামলায় দুই যুবতীকে গ্রেফতার করা হয়েছে। রোজা ম্যানুয়েলা ব্যারিয়েন্টোস (২৩) এবং মারিয়া মিশেল ইনজুঞ্জা (২৫) নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে আবুল কালাম রহীম (৬১) নামক এক প্রবাসী বাংলাদেশীকে গুলি করে হত্যার অভিযোগে। এরা দু’জনই স্প্যানিশ-আমেরিকান। গত ২৭ সেপ্টেম্বর রাতে এই দুই যুবতীকে গ্রেফতার করার পর ২৯ সেপ্টেম্বর উভয়কে স্থানীয় ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হয়। আদালত জামিনহীন আটকাদেশ দিয়ে আসামিদের কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছে। লসএঞ্জেলেস পুলিশ এবং লসএঞ্জেলেস ডিস্ট্রিক্ট এ্যাটর্নি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। লক্ষ্যণীয় যে, এর আগে নিউইয়র্কে ইমাম আকুঞ্জিসহ দুই মুসল্লি এবং নাজমা খানমকে হত্যার জন্য গ্রেফতারকৃতরাও স্প্যানিশ। দু’বছর আগে নিউইয়র্কে খুন হওয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল হকের ঘাতক হিসেবে বিচারে সোপর্দ দু’জনও স্প্যানিশ। সূত্র জানায়, ২৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১১টায় লসএঞ্জেলেস সিটির নর্থ হলিউডের ‘এ্যা এ্যান্ড ডি লিকার’ স্টোরে কর্মরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে মোঃ আবুল কালাম রহীম (৬১) মারা যান। স্টোরের সিসিটিভি পর্যবেক্ষণের পর ওই দুই যুবতীকে শনাক্ত করা হয় বলে আদালতকে অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে গত ২৫ মার্চ সকাল সাড়ে ৯টায় লসএঞ্জেলেস সিটির সান ফার্ণান্দো ভেলীতে অবস্থিত একটি ‘সেভেন/ইলেভেন স্টোর’-এ দুবর্ৃৃত্তের ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশী ওয়াসি আহমেদ (৪৮)। তাকে হত্যার সঙ্গে জড়িত দুর্বৃত্তকেও পুলিশ পাকড়াও করেছে। পুলিশ বলেছে, সিসি টিভিতে দেখা যায়, দুই যুবতীয় স্টোরে ঢুকে কিছু চাইছে, কিন্তু বাধা দিচ্ছেন বাংলাদেশী কালাম। সঙ্গে সঙ্গে তার বুকে গুলি লাগে এবং ঢাকার খিলগাঁওয়ের সন্তান কালাম স্টোরের মেঝেয় লুটে পড়েন। পুলিশ অকুস্থলে পৌঁছার আগেই কালাম মারা যান বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। কালাম গত ১৬ বছর ধরে আমেরিকায় বসবাস করছিলেন। তিন মেয়ে ও এক ছেলের জনক কালামের একমাত্র ছেলে ও ছোট মেয়ে থাকেন লসএঞ্জেলেসে। বাকি দুই মেয়ে বিবাহিত এবং তারা বাংলাদেশেই বসবাস করছেন। মাত্র ২ মাস পূর্বে তিনি বাংলাদেশ ভিজিট করেছেন। আমেরিকা প্রবাসী হওয়ার পূর্বে তিনি জাপানে ছিলেন।
×