ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫৫, ২ অক্টোবর ২০১৬

কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সোমবার সারাদেশের সকল জেলা ও মহানগর সদরে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ কর্মসূচী ঘোষণা করেন। শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ সরকার তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করছে। তাই আদালতকে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় বিএনপির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা প্রত্যাহার করে গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবি জানাচ্ছি। দুদু বলেন, দেশ শাসনকারীরা গণতান্ত্রিক রীতি-নীতিকে তোয়াক্কা করছে না। তাই তাদের জবাবদিহিতা ও জনগণের কাছে কোন দায়বদ্ধতা থাকে না। বর্তমান শাসকগোষ্ঠী তাদের মাস্টারপ্লানের অংশ হিসেবে ক্ষমতায় এসেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বিরামহীন প্রতিশোধ গ্রহণ করে যাচ্ছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোন অনুষ্ঠানে গলা ফাটিয়ে বিষোদ্গার করতে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা যেন প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন। মহানগর বিএনপির ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে ঢাকা মহানগর বিএনপি। শনিবার সকালে নয়াপল্টন ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির যৌথ সভা শেষে এ কর্মসূচী ঘোষণা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস এ কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ রবিবার মহানগরীর থানায় থানায় বিক্ষোভ মিছিল এবং সোমবার বিক্ষোভ সমাবেশ। সব দলের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে- খন্দকার মাহবুব ॥ সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, এ বিষয়ে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি উদ্যোগ নিতে পারেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইয়্যুথ ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত ‘নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এবং গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
×