ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উড়োজাহাজটি সচল করতে সময় লাগবে

শাহজালালে গাড়ির ধাক্কায় বিমানের দরজা ভেঙ্গে গেছে

প্রকাশিত: ০৫:৫০, ২ অক্টোবর ২০১৬

শাহজালালে গাড়ির ধাক্কায় বিমানের দরজা ভেঙ্গে গেছে

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের শাহ আমানতের পর এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ির ধাক্কায় বিমানের দরজা ভেঙ্গে গেছে। এজন্য বিমানের ঢাকা কাঠমন্ডু ফ্লাইট ছয় ঘণ্টা বিলম্বের শিকার হয়েছে। বেলা এগারোটার ফ্লাইট বিকেল সাড়ে চারটায় ঢাকা ছেড়ে যায়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটিকে অচল ঘোষণা দিয়ে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার জন্য দায়ী গাড়িচালক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ জনকণ্ঠকে বলেছেন- প্রাথমিকভাবে এটা স্রেফ চালকের গাফিলতিকেই দায়ী করা হচ্ছে। এজন্য বিএফসিসির গাড়ির চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি সচল করতে সময় লাগতে পারে। বিমান সূত্র জানায়, শনিবার বেলা এগারোটার সময় ঢাকা থেকে বিমানের কাঠমন্ডু ফ্লাইট (বিজি-৭০১) অপারেট করার জন্য বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরের বে এরিয়ায় রেখে যাত্রীদের খাবার লোড করা হচ্ছিল। বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) নিজস্ব ক্যাটারিং ভ্যান (উড়োজাহাজে খাবার তোলার গাড়ি) দিয়ে খাবার ও অন্যান্য রসদ সামগ্রী তোলার জন্য কাজে নিয়োজিত ছিলেন চালক কামাল। তিনি ওই ভ্যানটি চালিয়ে নেয়ার সময় সজোরে ধাক্কা মারলে ওই উড়োজাহাজের পেছনের বাম দিকের দরজা ভেঙ্গে যায়। এ সময় সেখানকার প্রকৌশলীদের ডেকে আন হয়। তারা দেখেন-দরজাটার ক্ষতি এতই বেশি হয়েছে সেটা আর উড্ডয়নযোগ্য নয়। তাৎক্ষণিক সেটাকে টেনে নেয়া হয় হ্যাঙ্গারে। এদিকে নেপালগামী ১৬২ জন যাত্রী চেক-ইন করে হোল্ডিং লাউঞ্জে বসে জানতে পারেন- তাদের ফ্লাইট বিলম্ব হবে। যাত্রীরা প্রায় ছয় ঘণ্টা বিলম্বে বিকেল সাড়ে চারটার দিকে অন্য একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজযোগে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ জানান, তদন্তের পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিমান সূত্র জানায়, মাস তিনেক আগে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় বিমানের একটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজের দরজা ভেঙ্গে চুরমার হয়েছে। সেটা মেরামত করতে প্রায় ৫০ কোটি টাকা গুনতে হয়েছে। সেটাকে উড্ডয়নযোগ্য করতে সময়ও লেগেছে অনেক। ওই চালককে শাস্তি দেয়া হলেও ককপিটে বসা পাইলট ও কোপাইলটের অনেক বড় গাফিলতি ও ব্যর্থতা থাকায় তাদের বরখাস্ত করা হয়। তারপরও শনিবার শাহজালালে একই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। প্রশ্ন উঠেছে কেন বার বার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
×