ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় একই জমিতে একসঙ্গে দুই ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

প্রকাশিত: ০৪:৫৩, ২ অক্টোবর ২০১৬

মাগুরায় একই জমিতে একসঙ্গে দুই ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় একই জমিতে একই সঙ্গে দুই ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে এবং কৃষকরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। জানা গেছে, জেলার চারটি উপজেলা -সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখার প্রায় ২ হাজার কৃষক একই জমিতে পেঁপের সঙ্গে হলুদ চাষ করেছেন। পেঁপে গাছ বড় হয়ে ফল ধরেছে এবং নিচে রয়েছে বাড়তি ফসল হলুদ। ফলে একই জমি থেকে কৃষক দুই ফসল পেঁপে ও হলুদ পাচ্ছেন। হলুদ গাছে তেমন কোন সার ও কীটনাশক লাগে না। এছাড়া বাজারে হলুদের দাম ও চাহিদা ব্যাপক। অনেক কৃষক মরিচ ও বেগুনের সঙ্গে আইলে হলুদ লাগিয়েছেন। এই দুটি ফসলের সঙ্গে আইলে হলুদ লাগালে ফলন হতে কোন সমস্যা হয় না। যার কারণে কৃষক বাড়তি আয়ের আশায় একই জমিতে দুই ফসল চাষ করে থাকেন। কৃষকরা জানান, চাষ থেকে বাড়তি মুনাফার জন্য তারা একই জমিতে দুই ফসল এবং জমির আইলে হলুদ চাষ করেছেন। কারণ জমির আইল অনাবাদী পড়ে থাকে। সেখানে কিছু ফসল চাষ করলে বাগতি কিছু আয়ও হয়। তারা আরও জানান, যারা একই জমিতে অন্য ফসলের সঙ্গে সঙ্গে ও জমির আইলে অন্য ফসল আবাদ করে তারা লাভবান হয়েছেন। ফলে মাগুরায় একই জমিতে দুই ফসল ও জমির আইলে ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠছে। জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে আজ রবিবার ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদ্যাপন করা হবে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’। জাতীয় উৎপাদনশীলতা দিবসটি পালন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) আওতায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল আটটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় শিল্প ও কৃষি মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীরা অংশ নেবেন। এ ছাড়া সকাল ১০টায় রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এনপিও এ সেমিনার আয়োজন করছে। শিল্পমন্ত্রী ইরান সফরে গেলেন অর্থনৈতিক রিপোর্টার ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু চার দিনের সরকারী সফরে শনিবার ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ইরান সরকারের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ রেজা নেমাতজাদেহ-এর আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন। শিল্পখাতে উন্নয়নের লক্ষ্যে ইরানের সঙ্গে অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের ক্ষেত্র চিহ্নিত করা এ সফরের অন্যতম লক্ষ্য। সফরকালে তিনি চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন এবং শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব এফএম মাহমুদ প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
×