ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মামুন-উর-রশিদ স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৪:৫৩, ২ অক্টোবর ২০১৬

মামুন-উর-রশিদ স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

মামুন-উর-রশিদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হতে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। মামুন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে যোগদান করেন। তারপর বিভিন্ন ব্যাংকে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ বর্ণিল কর্মজীবনে উচ্চমানের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও স্বচ্ছতার জন্য দেশের ব্যাংকিং জগতে বিশেষ পরিচিত মুখ মামুন ২০১৩ সালে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান। অত্র ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউসিবিএল ও প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি শেখ সৈয়দ আলী বিজেএর নতুন চেয়ারম্যান অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের (বিজেএ) ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ সালের জন্য কার্যনির্বাহী কমিটির ১৮ জন কার্যকরী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচিত এই ১৮ কার্যকরী সদস্য থেকে শেখ সৈয়দ আলীকে চেয়ারম্যান, দেলোয়ার হোসেনকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং আবদুস সোবাহান শরীফকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জে বিজেএ অফিসে সংগঠনের নতুন কমিটির এই অফিস বেয়ারা নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আরজু রহমান ভূঁইয়া, শেখ জহিরুল ইসলাম (কিসলু), জাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মোল্লা, এএম হারুনার রশিদ, এবিএম শামছুদ্দিন, নূরুল হোসেন, এসএম হাফিজুর রহমান, খন্দকার আলগীর কবির, শেখ রুহুল আমিন, মোঃ কুতুব উদ্দিন, গোপাল চন্দ্র তালুকদার, এফএম সাইফুজ্জামান, টিপু সুলতান এবং তোফাজ্জল হোসেন।
×