ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগস্টে লেনদেন বেড়েছে ১৫ শতাংশ ॥ মোবাইল ব্যাংকিং

প্রকাশিত: ০৪:৫২, ২ অক্টোবর ২০১৬

আগস্টে লেনদেন বেড়েছে ১৫ শতাংশ ॥ মোবাইল ব্যাংকিং

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে অর্থ স্থানান্তরে দৈনন্দিন লেনদেনের পরিমাণ বেড়েছে। চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্টে এ লেনেদের পরিমাণ বেড়েছে ১৫ দশমিক ৩৩ শতাংশ। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর লেনদেনের ওপর কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগস্ট মাসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ১১ লাখ টাকা, যা তার আগের মাসে ছিল ৫৮৭ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে লেনদেনে পরিমাণ বেড়েছে ১৫ দশমিক ৩৩ শতাংশ। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহার আগের মাস হওয়ায় এ সময়ে বেশি অর্থ স্থানান্তর হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, ৬৭৮ কোটি টাকা গড়ে মাসজুড়ে লেনদেন হয়েছে ২০ হাজার ৩৪৩ কোটি টাকা। আগের মাসে যা ছিল প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা। এ সময়ে ক্যাশ ইন, ক্যাশ আউট, পিটুটি, বেতন দেয়া, সেবা বিল পরিশোধ ও রেমিট্যান্স আহরণের মতো প্রতিটি লেনদেনই বেড়েছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রেমিট্যান্স আহরণের পরিমাণ বেড়েছে ৪৯ শতাংশ। এ সময়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৮১ লাখ টাকার, যা আগের মাসে ছিল ৫ কোটি ৯১ লাখ টাকা। এছাড়া এ মাধ্যম ব্যবহার করে বেতন দেয়ার পরিমাণ বেড়েছে ৪৮ দশমিক ৬৪ শতাংশ। ১৭৮ কোটি ৭৩ লাখ টাকার বেতন পরিশোধ করা হয়েছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আগের মাসে সেলারি প্রদান করা হয়েছিল ১২০ কোটি ২৪ লাখ টাকার। এদিকে বিভিন্ন ধরনের সেবাবিল পরিশোধের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এক মাসের ব্যবধানে বিভিন্ন ধরনের বিল পরিশোধের পরিমাণ বেড়েছে ৪৩ দশমিক ২৭ শতাংশ। ২৫০ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে, যা আগের মাসে ছিল ১৭৪ কোটি ৫৪ লাখ টাকা। তবে কিছুটা কমে গেছে সেবা বিল পরিশোধের পরিমাণ। এখানে ১ দশমিক ৯৭ শতাংশ কমে সেবা বিল পরিশোধ করা হয়েছে ৩৫৬ দশমিক ৭০ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী ১৮টি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান আগস্ট মাসে তাদের লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে দাখিল করেছে। যদিও ২০টি প্রতিষ্ঠানকে সেবা প্রদানের লাইসেন্স দেয়া হয়েছে। তবে ১৮টি প্রতিষ্ঠানের দেয়া তথ্যানুযায়ী, মোট অনুমোদিত এজেন্ট রয়েছে ৬ লাখ ৩৩ হাজার ২৯৪টি। আর গ্রাহকের সংখ্যা রয়েছে ৩ কোটি ৭৩ লাখ। তবে এ্যাকটিভ গ্রাহকের সংখ্যা রয়েছে ১ কোটি ৩৬ লাখ।
×