ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গত সপ্তাহে পিই রেশিও বেড়েছে

প্রকাশিত: ০৪:৫০, ২ অক্টোবর ২০১৬

গত সপ্তাহে পিই রেশিও বেড়েছে

গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ১২ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫ দশমিক ০৩ পয়েন্ট। সে হিসেবে আগের সপ্তাহের তুলনায় ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.০৯ পয়েন্ট বা ০.৬২ শতাংশ। বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.২ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৮.১ পয়েন্টে, সিরামিক খাতের ২০.৭ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৭.৭ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৭.২ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুত খাতে ১৩.৮ পয়েন্টে, সাধারণ বীমা খাতে ১১.২ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ৩৭.৭ পয়েন্টে, পাট খাতের মাইনাস ২৬.৫ পয়েন্টে, বিবিধ খাতের ২৭.৪ পয়েন্টে, এনবিএফআই খাতে ২১.৫ পয়েন্ট। -অর্থনৈতিক রিপোর্টার এস আলম স্টিলের লভ্যাংশ ঘোষণা বিনিয়োগকারীদের জন্য ৯ মাসে (১ অক্টোবর ২০১৫-৩০ জুন ২০১৬ পর্যন্ত) ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র মতে, আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৯.৪৪ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ৬.৮৫ টাকা। যা আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ১.২৩ টাকা, এনএভিপিএস ১৯.৮৬ টাকা এবং এনওসিএফপিএস ১৯.৪৭ টাকা (মাইনাস)। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৭ জানুয়ারি ২০১৭ তারিখে সকাল ১১টায় চট্টগ্রামের চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×