ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৯ দশমিক ৩৫ ভাগ

প্রকাশিত: ০৪:৪৯, ২ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৯ দশমিক ৩৫ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচকের সাথে বেড়েছে লেনদেন। এই সপ্তাহে গড় লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। তবে সার্বিক লেনদেন বেড়েছে ৩১.২২ শতাংশ। কারণ গত সপ্তাহে ৬ কার্যদিবস লেনদেন হয়েছে। আর এর আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছিল। সপ্তাহটিতে সবচেয়ে বেশি চাহিদা ছিল ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, বীমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর। লেনদেনের ক্ষেত্রে খাতগুলোর আধিপত্য দেখা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ৬ কার্যদিবসে লেনদেন হয়েছে ৩ হাজার ৩৬০ কোটি ৯ লাখ টাকার শেয়ার। আর ৫ কার্যদিবস ধরলে হয় ২ হাজার ৮০০ কোটি ৮ লাখ টাকার শেয়ার, যা এর আগের সপ্তাহে ছিল ২ হাজার ৫৬০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচিত সপ্তাহে লেনদেন বেড়েছে ২৩৯ কোটি ৪৯ লাখ টাকা বা ৯.৩৫ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ দশমিক ৯০ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৪১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ৯৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৭৩ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৬৪ শতাংশ বা ২৯ দশমিক ৮৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৪৩ শতাংশ বা ৭ দশমিক ৬৮ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৪৮ শতাংশ বা ৫ দশমিক ৩৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১২টি কোম্পানির। আর দর কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইয়াকিন পলিমার, লঙ্কা বাংলা ফাইনান্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, মবিল যমুনা বিডি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিঙ্গার বাংলাদেশ, জিএসপি ফাইন্যান্স, ডরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট ও ন্যাশনাল টিউবস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, ইয়াকিন পলিমার, এ্যাপেক্স স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ডেফোডিল কম্পিউটার, ফেডারেল ইন্স্যুরেন্স ও ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফিন্যান্স।
×