ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিঠামইনের বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৪:৪০, ২ অক্টোবর ২০১৬

মিঠামইনের বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১ অক্টোবর ॥ জেলার হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলার বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতি তিন দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জন্মস্থান মিঠামইনে গিয়ে রিকশাযোগে বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করতে নিজবাড়ি কামালপুর থেকে বের হন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাষ্ট্রপতি কামালপুরের নিজ বাড়ি সংলগ্ন থেকে মিঠামইনের বেড়িবাঁধ এলাকা রিকশাযোগে ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস শাহীদ ভূঞা, ইউএনও আজিজ হায়দার ভূঞা, সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফ কামালসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সৃজনশীলে সাতটি প্রশ্নের নিয়ম বাতিল দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার ॥ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ছয়টির বদলে সাতটি প্রশ্নের নিয়ম বাতিলের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা শনিবার সকালে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে প্রথমে শাহবাগে সমবেত হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে। পরে আবারও শাহবাগে সড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সচিবালয়ের পাশের রাস্তা দিয়ে যানচলাচলের ব্যবস্থা করে। দাবি পূরণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে রবিবার (আজ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়ে দিনের কর্মসূচী শেষ করে শিক্ষার্থীরা। ভিকারুন নিসা, নটর ডেম, হলিক্রস, উইলস লিটল ফ্লাওয়ার, সরকারী নজরুল কলেজ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেয়। এর আগে শনিবার বেলা ১১টার দিকে প্রথমে শাহবাগ চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এরপর বেলা ১২টার দিকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে যায়। একপর্যায়ে তারা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। বেলা ২টা পর্যন্ত সেখানে অবস্থান করে শিক্ষার্থীরা। কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। সাভারে নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ অক্টোবর ॥ আশুলিয়ায় ময়না (২১) নামের এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী এলাকার জনৈক শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ময়না শেরপুর জেলার সদর থানার কাউয়া গ্রামের মৃত আব্দুল ম-লের মেয়ে। জানা গেছে, সন্ধ্যায় নিজ কক্ষে স্থানীয় ‘মেট্রো গার্মেন্টস’র অপারেটর ময়নার মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশী। বেজিং ভ্রমণ চীনের এক দুর্গম এলাকা থেকে সম্প্রতি বেজিং বেড়াতে গিয়েছিল মেয়েটি। ফেরার পথে মেয়েটি মাথায় একটি টুপি আকৃতির ফুল নিয়ে শহর ছাড়ছে। -এএফপি ডাইনোসরের পায়ের ছাপ এটিকে এ পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে বড় আকারের ডাইনোসরের পায়ের ছাপ বলা হচ্ছে। মঙ্গোলিয়া ও জাপানের একদল গবেষক সম্প্রতি গোবি মরুভূমিতে এই পায়ের ছাপ আবিষ্কার করেন। -এএফপি
×