ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষকরা নিজের বাচ্চাকে সরকারী প্রাথমিকে নয়, কিন্ডারগার্টেনে ভর্তি করান ॥ গণশিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:৪০, ২ অক্টোবর ২০১৬

শিক্ষকরা নিজের বাচ্চাকে সরকারী প্রাথমিকে নয়, কিন্ডারগার্টেনে ভর্তি করান ॥ গণশিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেছেন, অনেক শিক্ষকই তার স্কুলের বাচ্চাদের বিষয়ে সচেতন নয়। তবে তারা আবার নিজের বাচ্চাদের বিষয়ে সচেতন। শিক্ষকরা ঠিকই তার বাচ্চাকে সরকারী প্রাথমিকে না পড়িয়ে কিন্ডারগার্টেনে ভর্তি করান। অথচ তার স্কুলের ছেলেমেয়েদের ঠিকভাবে পড়ান না। ফাঁকি দেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ে মীনা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আসিফ-উজ-জামান, প্রখ্যাত শিল্পী ও কার্টুনিস্ট মুস্তাফা মনোয়ার, ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেগরিদার প্রমুখ। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘দু’চার বছর পর শিশুরা আর প্রাথমিকে ঝরে পড়বে না। সরকার ইতোমধ্যে সব শিশুকে প্রাথমিকে ঝরে পড়া থেকে উদ্ধার করতে নানা উদ্যোগ নিয়েছে। মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমেও প্রাথমিক শিক্ষা শেষ করার দিকেও নজর দেয়া হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ রবিবার অনুষ্ঠিত হবে। মহরম মাসের চাঁদ দেখার লক্ষ্যে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। খবর বাসসর। ১৪৩৮ হিজরী সনের মহরম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোন উপায়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরগুলো- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১। হান্নান শাহ বিএনপিকে বিভক্ত হতে দেননি দোয়া মাহফিল স্টাফ রিপোর্টার ॥ ওয়ান-ইলেভেনের পর হান্নান শাহ বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার বিকেলে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের প্রয়াত নেতা হান্নান শাহর জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ড. মোশাররফ বলেন, ওয়ান-ইলেভেনের পর বিএনপির মধ্যে কিছু সংস্কারপন্থী দলকে বিভক্ত করার ষড়যন্ত্র করছিল। কিন্তু হান্নান শাহ বিএনপিকে বিভক্ত হতে দেননি। তার মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন, হান্নান শাহ জাতীয়তাবাদের স্তম্ভ, শক্তির প্রতীক ও দুর্দিনের কান্ডারি। তাঁর মতো সাহসী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারলেই তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।
×