ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে সাইবার নিরাপত্তা মাস

অসচেতনতার কারণেই বেশিরভাগ সাইবার আক্রমণ

প্রকাশিত: ০৪:৩৯, ২ অক্টোবর ২০১৬

অসচেতনতার কারণেই বেশিরভাগ সাইবার আক্রমণ

স্টাফ রিপোর্টার ॥ কেবল হ্যাকিংয়ের মাধ্যমে সাইবার আক্রমণ ঘটে তা নয়- অনিরাপদ ওয়েবসাইট থেকে কোন কিছু ডাউনলোড করলে তার সঙ্গে স্প্যাম বা ভাইরাসের অনুপ্রবেশের কারণে কম্পিউটার বা ল্যাপটপের গুরুত্বপূর্ণ তথ্যও খোয়া যায়। হ্যাকিং ছাড়াও হ্যাকাররা সাইটটির সার্ভিস বন্ধ করতে দিতে পারে। সাইবার আক্রমণের ঘটনায় পুরো বিশ্বই আজ শঙ্কিত। কেবল অসচেতনতার কারণেই অধিকাংশ ক্ষেত্রে এসব ঘটনা ঘটছে। তাই সাইবার আক্রমণ থেকে দেশকে নিরাপদ রাখতে সর্বস্তরের সচেতনতা কাম্য। চলমান সাইবার নিরাপত্তা সচেতনতা মাসে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে আইটি বিশেষজ্ঞরা এমন অভিমত দিয়েছেন। শুধু সচেতনতার মাধ্যমেও সাইবার আক্রমণ প্রতিরোধ সম্ভব নয়। এক্ষেত্রে সরকারও কাজ করে যাচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আইটি বিশেষজ্ঞ। তিনি বলেন, সরকার সাইবার স্পেসকে নিরাপদ রাখতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে দেশে কার্যকর রয়েছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট), দেশের ভার্চুয়াল ওয়ার্ল্ডে কোন দুর্ঘটনা বা আক্রমণের ঘটনা ঘটলে তা তারা প্রতিরোধ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সরকার মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের ওই কর্মকর্তা জানান, সাইবার অপরাধ যাতে সহজে প্রমাণ করা যায় সে লক্ষ্যে আগামী ২ বছরের মধ্যে দেশে গঠিত হচ্ছে একটি আইটি ল্যাব। বিশ্বব্যাপী অক্টোবর মাসকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। ২০০৪ সাল থেকে যুক্তরাষ্ট্র, ২০১১ থেকে নরওয়ে, ২০১২ থেকে ইউরোপসহ বহু দেশ এই মাসকে ‘সাইবার নিরাপত্তা মাস’ হিসেবে পালন করে আসছে। মাসটিতে সাইবার দস্যুতা থেকে নিরাপদ থাকতে নানা কর্মসূচী নেয়া হয়। দেশে প্রথমবারের মতো এবার তা পালিত হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম এ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন ছাড়াও বেশ কয়েকটি সংগঠন মাসব্যাপী নিয়েছে নানা কর্মসূচী। কর্মসূচীর অংশ হিসেবে শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের সিইসি কনফারেন্স হলে ‘সাইবার নিরাপত্তায় গণসচেতনতা সৃষ্টি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্টারনেট ব্যবহারে আইডিইবি সদস্যদের সচেতন করে তুলতে দিনব্যাপী ওই সেমিনার আয়োজন করে সংগঠনটি। সেমিনারে মূল প্রবন্ধ পাঠকালে এ টু আই প্রকল্পের আইটি ম্যানেজার মোঃ আরফে এলাহী জানান, শুধু বাংলাদেশেই সাইবার আক্রমণ ঘটছে তা নয়। বরং উন্নত দেশে আক্রমণের এই প্রবণতা আরও বেশি। তিনি বলেন, হ্যাকিংয়ের মাধ্যমেই সাইবার আক্রমণ ঘটছে বা এটিই একমাত্র ক্ষতির কারণ তা নয়। অনিরাপদ সাইট থেকে কোন কিছু ডাউনলোড করলে পিসিতে ওই ফাইলের সঙ্গে স্প্যাম প্রবেশ করে। স্প্যাম বা এসব ভাইরাসের মাধ্যমে খোয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য।
×