ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে কিশোরী ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ॥ হুমকি

প্রকাশিত: ০৪:৩৪, ২ অক্টোবর ২০১৬

চরফ্যাশনে কিশোরী ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ॥ হুমকি

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন (ভোলা), ১ অক্টোবর ॥ কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়েছে বলে হুমকি দিয়ে ধর্ষক মামলা না করার জন্য ধর্ষিতার পরিবারকে হুমকি দিচ্ছে বলে কিশোরীর পরিবার থেকে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক সবুজের ফেসবুকে এ ভিডিওটি আপলোড করেছে বলে সবুজের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ১৫নং নজরুলনগর ইউনিয়নে ভাড়াটিয়া হোন্ডাচালক সবুজের সঙ্গে বিয়ের প্রলোভনে দেখা করতে এসে একই এলাকার কিশোরী (১৪) ধর্ষণের ঘটনায় শুক্রবার সকালে কিশোরী বাদী হয়ে সবুজকে প্রধান আসামি করে তার সহযোগী ইয়াবা আমদানিকারক রুবেলকে সহযোগী হিসেবে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার রাতে কিশোরী পুলিশকে ধর্ষণের স্থানগুলো শনাক্ত করে দেয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সিকদার সত্যতা স্বীকার করে জানান, গত মঙ্গলবার রাত ২টার সময় খবর পেয়ে ধর্ষিতাকে নজরুলনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সড়কের ওপর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়েছে । জানা গেছে, সবুজ কিশোরীকে ধর্ষণ করার সময় রুবেল মোবাইলে ভিডিও ধারণ করে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সেও ধর্ষণ করার ফলে কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে। সে সুবাদে ধর্ষকরা কিশোরীকে রাস্তার ওপর রেখে পালিয়ে যায়। রুবেলের বিরুদ্ধে এলাকায় মাদক আমদানিসহ ধর্ষণের অভিযোগ রয়েছে। রুবেলের মাদক ব্যবসার পার্টনার শশীভূষণ থানার জোড় মসজিদ এলাকা থেকে গাঁজাসহ আটক হওয়ার পর সে পালিয়ে বেড়াচ্ছে। পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ অক্টোবর ॥ শনিবার সকালে রানীনগর উপজেলার আল-আমিন দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ইসরাফিল আলম এমপি। মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, শহিদুল্লাহ মিঞা ও রানীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। বইমেলার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১ অক্টোবর ॥ ‘কৈশোর তারুণ্যে বই’ এই স্লোগানে ঢাকার ১২টি প্রকাশনীর উদ্যোগে চাঁদপুরে চার দিনব্যাপী মেলার উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১টায় চাঁদপুর সরকারী কলেজ মিলনায়তনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর ম-ল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লেখক অধ্যাপক ড. মোরশেদ শফিউল হাসান, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, লেখক জয়নাল হোসেন।
×