ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকার বৃহত্তর ময়মনসিংহ সমিতির কমিটি গঠন

প্রকাশিত: ০৪:৩৩, ২ অক্টোবর ২০১৬

ঢাকার বৃহত্তর ময়মনসিংহ সমিতির কমিটি গঠন

ঢাকা বৃহত্তর ময়মনসিংহ সমিতির সম্মেলন ও নির্বাচন শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বৃহত্তর ময়মনসিংহ সমিতির আহ্বায়ক আবুল কালাম আজাদ। সম্মেলনে সমিতির কার্য নির্বাহী পরিষদের ২০১৬-১৭ মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ সভাপতি এবং গাজীপুরের পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার) মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান বিপিএম (বার), প্রধানমন্ত্রীর কার্যালয় পিএস-১ সাজ্জাদুল হাসান, কো-অর্ডিনেটর (আইজিপি পদমর্যাদায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ঢাকা) মাহফিজুর রহমান বাবুল ও আবদুল হান্নান খান, পিপিএমসহ ১১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার এম বদিউজ্জামান এবং নির্বাচন কমিশনার হুমায়ুন খালিদ ও নজরুল ইসলাম খান। -বিজ্ঞপ্তি যারা শিশু নির্যাতন করে তারা জাতীয় শত্রু ॥ চুমকি প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন শিশুরা জাতীয় সম্পদ, এই সম্পদের যতœ নেয়া সকলের দায়িত্ব ও কর্তব্য। যারা শিশু নির্যাতন করে তারা জাতীয় শত্রু। তারা কোনভাবে রেহাই পাবে না। সকলে মিলে এই জাতীয় শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রতিমন্ত্রী শনিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রম, বাংলাদেশ শিশু একাডেমি এবং সংশ্লিষ্ট বেসরকারী সংস্থাসমূহের যৌথ উদ্যোগে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সুবিধাবঞ্চিত এবং পথশিশুদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পথশিশু পুনর্বাসন কার্যক্রমের পরিচালক ড. আবুল হোসেন। সমাবেশে সুবিধাবঞ্চিত এবং পথশিশুদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। -বিজ্ঞপ্তি
×