ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়কে ব্যবসায়ী ও হেলপার নিহত

প্রকাশিত: ০৪:৩৩, ২ অক্টোবর ২০১৬

সড়কে ব্যবসায়ী ও হেলপার নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে ব্যবসায়ী, টাঙ্গাইলে হেলপার নিহত এবং চট্টগ্রামে সাত পোশাক কর্মী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের : রাজশাহী ॥ পুঠিয়ায় মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় ইয়াদ আলী দেওয়ান নামের (৬৫) এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইয়াদ আলী পুঠিয়া উপজেলার সদর পৌরসভার কৃষ্ণপুর মহল্লার বাসিন্দা। পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইয়াদ আলী বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। তিনি ত্রিমোহনী বাজার মসজিদের কাছে মহাসড়ক পারাপারের সময় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। ট্রাক্টরটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এতে ইয়াদ আলী গুরুতর আহত হন। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান। টাঙ্গাইল ॥ কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। শনিবার সকালে কালিহাতী উপজেলার পাথাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সকালে আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী ট্রাকটির হেলপার রেজাউল (৩৫) নিহত হয়। নিহতর বাড়ি নওগাঁ জেলার সাপাহার এলাকার মনির হোসেনের ছেলে। চট্টগ্রাম ॥ চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ানহাটস্থ ফায়ার ও সিভিল সার্ভিসের ডিফেন্স দফতরের গেটে দুর্ঘটনার শিকার হয়। শনিবার সকালে এ ঘটনায় ৭ পোশাক কর্মী আহত হয়েছে। জানা গেছে, পোশাক কর্মীদের বহনকারী বাসটি সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) যাচ্ছিল। দেওয়ানহাট মোড় অতিক্রম করার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পঞ্চগড়ে অধ্যক্ষের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ স্টাফ রিপোর্টার,পঞ্চগড় ॥ সদর উপজেলার মাগুরা ইউনিয়নে আমলাহার ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের ৪০ টি মূল্যবান মেহগনি গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে অসন্তোষের সৃষ্টি হলে রাতারাতি বিক্রির সুযোগ না পেয়ে অধ্যক্ষ কলেজ মাঠেই ফেলে রাখেন। সেই সঙ্গে কলেজ সংলগ্ন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তার কোয়ার্টারের সীমানার ভেতরের গাছও কাটা হয়েছে অধ্যক্ষের নির্দেশে । স্থানীয়রা জানান, অধ্যক্ষ মোবারক হোসেন রাতের অন্ধকারে লোকজন দিয়ে গাছগুলো কাটেন। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করলে গাছগুলো কলেজ মাঠে ফেলে রেখে চলে যায়। বর্তমানে গাছগুলো কলেজ মাঠেই রয়েছে। তবে এর মধ্যেই ওই অধ্যক্ষ কৌশলে কলেজের ফার্নিচার তৈরির জন্য রেজুলেশন তৈরি করেন। এ ঘটনায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, অধ্যক্ষ কোন কিছুর তোয়ক্কা না করেই গায়ের জোরে গাছগুলো কেটেছেন। মাগুরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার শর্মা বলেন, অধ্যক্ষ কোয়ার্টারের সীমানার ভেতরের গাছ কেটে ফেলায় আমি উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছি। অধ্যক্ষ মোবারক হোসেন জানান, আমি অনুমতি নিয়েই গাছ কেটেছি। তবে অনুমতির কোন কাগজ তিনি দেখাতে পারেননি।
×