ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংক কর্মকর্তার স্ত্রীসহ তিন খুন ॥ ৪ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩২, ২ অক্টোবর ২০১৬

ব্যাংক কর্মকর্তার স্ত্রীসহ তিন খুন ॥ ৪ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যাংক কর্মকর্তা কুপিয়ে খুন করেছে স্ত্রীকে। রংপুরে ভাইয়ের হাতে খুন হয়েছে ভাই। টাঙ্গাইলে ডাকাতি মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া স্কুলের নৈশপ্রহরীসহ চার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় ব্যাংকার স্বামীর কোপে স্ত্রী খুন হয়েছে। এ হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ রোড এলাকায় মিজানুর রহমানের বাড়িতে রিয়াজ রহমান তার স্ত্রী জাকিয়া খাতুন নিহাকে নিয়ে ভাড়া ছিলেন। প্রায়ই তাদের বনিবনা না হওয়ায় ঝগড়া চলত। তারই ধারাবাহিকতায় সকালে কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রী নিহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার সময় রিয়াজ রহমানকে আটক করে পুলিশ। আহত জাকিয়া খাতুন নিহাকে স্থানীয়রা গজারিয়া উপজেলার ভবেরচর জেনারেল হাসপাতালে ভর্তি করে। গজারিয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রিয়াজ রহমান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ এলাকার মজিবুর রহমানের ছেলে। সে ন্যাশনাল ব্যাংক, গজারিয়া, ভবেরচর শাখার জুনিয়র অফিসার হিসেবে কর্মরত। গৃহবধূ জাকিয়া খাতুন নিহা (১৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকেলে মারা যান। রংপুর ॥ ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াজুল ইসলাম (৪০) খুন হয়েছেন। শনিবার রাতে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের আরাজী ধর্মদাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ওই এলাকার আজম খাঁর ছেলে। এ ঘটনায় খুনী আমজাদের দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মজনু মিয়া জানান, নিহত রিয়াজুল ও তার বড়ভাই আমজাদ হোসেনের পাশাপাশি মুদি দোকান রয়েছে। আমজাদের দোকানের সামনে প্রতিনিয়ত ক্যারম খেলা চলে এবং ক্যাসেট প্লেয়ারে উচ্চৈঃস্বরে গান বাজানো হতো। উচ্চৈঃস্বরে গান বাজাতে একাধিকবার আমজাদকে নিষেধ করেন রিয়াজুল। কিন্তু আমজাদ তা শোনেনি; বরং নিষেধ করার কারণে গানের শব্দ আরও বাড়িয়ে দেয়। এ নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় উভয়ের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে আমজাদ তার শ্বশুরবাড়ির লোকজনসহ রিয়াজুলকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আমজাদের দুই স্ত্রী পেয়ারী ও মনোয়ারাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। টাঙ্গাইল ॥ দেলদুয়ারে ডাকাতি মামলার আসামি ফজলুকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ডুবাইল ইউনিয়নের কুপাখি গ্রামে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফজলুকে দুর্বৃত্তরা তার বাড়ির সামনেই এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফজলুর নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। নীলফামারী ॥ জিকরুল হক ওরফে ভুট্ট (৪০) নামের বিদ্যালয়ের নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের হাঁটু সমান পানির পুকুর হতে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যার পর পুকুরের হাঁটুপানিতে ফেলে পালিয়ে গেছে। বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেঁতলা গঙ্গামনি গ্রামের খাল থেকে শুভ ম-ল নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শুভর লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে ওই গ্রামের অনিল ম-লের ছেলে ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। রাত দশটার দিকে বাড়ির পাশের খালপাড়ে শুভর পায়ের স্যান্ডেল দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। গাজীপুর ॥ শ্রীপুরে শনিবার পৃথক ঘটনায় এক তরুণীসহ দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পাতলী গ্রামের আব্দুল আজিজের মেয়ে খাদিজা আক্তার ১০-১৫ দিন আগে গাজীপুরের শ্রীপুরে তার খালা আকিকুন্নেছার বাসায় বেড়াতে আসে। আকিকুন্নেছা শ্রীপুরে নোয়াপাড়া এলাকার আবুলের বাড়ির ভাড়াটে। শনিবার দুপুরে বাড়ির গোসলখানায় পানির পাইপের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাদিজার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। একই দিন দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর পশ্চিমপাড়া সিও ভিটা এলাকায় বনের পাশে আমগাছের ডালের সঙ্গে পরনের লুঙ্গি দিয়ে গলায় পেঁচানো অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৫) উলঙ্গ লাশ ঝুলতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বিকেলে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার পরিচয় পাওয়া যায়নি।
×