ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদকের মতো জঙ্গীও একটি বড় সমস্যা ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:৩০, ২ অক্টোবর ২০১৬

মাদকের মতো জঙ্গীও একটি বড় সমস্যা ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সকল প্রতিষ্ঠানের শিক্ষকরা উদ্যোগ নেবেন, সে কাজই আমরা করে যাচ্ছি। সকলের স্বার্থেই বর্তমান সরকার জঙ্গী দমন করে যাচ্ছে। কিন্তু একদিনেই শেষ নয়; প্রতিদিন বাড়িতে, স্কুলে, সমাজে, চলাফেরায় সর্বত্র শেখানো দরকার কিভাবে মাদক ও জঙ্গী আমাদের সর্বনাশ ডেকে আনছে। শনিবার সকালে বিএম কলেজের সামনে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত মাদকবিরোধী মানববন্ধনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, মাদক শিক্ষার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। মাদকের মতো জঙ্গীও একটি বড় সমস্যা। আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের কুমন্ত্র দিয়ে প্রকৃত ইসলাম থেকে দূরে রেখে ইসলামের বিরুদ্ধে কার্যক্রম চালানো হচ্ছে। এতে আমাদের দেশের সর্বনাশের পাশাপাশি ওই সব পরিবারগুলো ধ্বংস হচ্ছে। তাই সবাই মিলে মাদক ও জঙ্গীর বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের প্যানেল স্পীকার তালুকদার ইউনুস এমপি, সংসদ সদস্য জেবুন্নেচ্ছা আফরোজ প্রমুখ। ভোলায় সেপটিক ট্যাঙ্কে দুই শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১ অক্টোবর ॥ সদর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের কালীবাড়ি রোডে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে । নিহত শ্রমিকরা হচ্ছেন- আল আমিন ও রাজীব। তাদের বাড়ি দৌলতখানের চরপাতা ও ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নে। স্থানীয়রা জানান, সকালে কালীবাড়ি সড়কের আব্দুল গণি মিয়ার নির্মাণাধীন বাড়িতে কয়েক শ্রমিক কাজ করছিলেন। একপর্যায়ে আল আমিন নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের বাঁশ ও কাঠ খুলতে ভেতরে নামে। কিছুক্ষণ পর তার সাড়া শব্দ না পেয়ে রাজীব নামে। এরপর দুই শ্রমিকের সাড়াশব্দ না পেয়ে অন্য শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয় লোকজন ট্যাঙ্কের ভেতর থেকে অচেতন শ্রমিকদের তুলে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার এ সময় তাদের মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, সম্ভবত বিষাক্ত মিথিল গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।
×