ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৪:০৪, ২ অক্টোবর ২০১৬

ক্যাম্পাস সংবাদ

এমটিসি গ্লোবাল এ্যানুয়াল কনভেনশনে ডিআইইউ সস্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি প্রতিনিধি দল ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ষষ্ঠ ‘এমটিসি গ্লোবাল এ্যানুয়াল কনভেনশনে (ঝঅঘকঅখচ- ২০১৬)’ অংশ গ্রহণ করেন। কনভেনশনটি যৌথভাবে আয়োজন করে ‘ইন্টারন্যাশনাল স্কুল অব ম্যানেজমেন্ট এক্সিলেন্স (আইএসএমই)’ এবং ‘এমটিসি গ্লোবাল, ইন্ডিয়া’। বিশে^র বিভিন্ন দেশের প্রতিনিধি, ভারতের বিভিন্ন রাজ্যের বিশ^বিদ্যালয়সমূহের প্রতিনিধিসহ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এতে অংশ নেয়। দু’দিনব্যাপী এ কনভেনশনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সৃজনশীলতার নিরিখে প্রাণবন্ত আলোচনা হয়। কনভেনশনের প্রতিপাদ্য ছিল ‘ডিসরাপশন ইনোভেশন ইন এডুকেশন।’ কনভেনশনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউনিভার্সিটির ভাইস- চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- আইকিউএসির ডাইরেক্টর সহযোগী অধ্যাপক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান, সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক, সহকারী অধ্যাপক আব্দুর রহিম মোল্লা, সহকারী অধ্যাপক মোঃ নাসিমুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ আকবর হোসেন, সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাত হোসেন, প্রভাষক জমশেদুর রহমান ও প্রভাষক আলী আকবর। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী কনভেনশনে ‘ইউনিভার্সিটিজ এ্যান্ড ইনস্টিটিউশনস ইন ইটস নিউ অবতার’ শীর্ষক একটি প্রবন্ধ পাঠ করেন। এছাড়াও তিনি ‘ডিসরাপসন ইনোভেশন অব অনলাইন, ডিসটেনস্ লার্নিং, মুক টু ফ্লিপড টিচিং লার্নিং সিস্টেম’ এর ওপর উন্নত বিশ^ এবং বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। এ সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি ভূইয়া কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির সহযোগী প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্টারন্যাশনাল কির্ডস স্কুলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের এসিসটেন্ট জেনারেল ম্যানেজার মোঃ কামরুজ্জামান খান, বিশেষ অতিথি এসসি নাথ সন্তোষ, প্রফেসর গোপীনাথ কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকৃস অধ্যক্ষ ডা. সিরাজুল আলম। অধ্যক্ষ বলেন, প্রতিষ্ঠার ১২ বছরে আমরা শুধু ছাত্র-ছাত্রীদের পুথিগত শিক্ষাই দেইনি, বরং দিয়েছি মানবিক গুণাবলীর দিক নির্দেশনা। দেশের শিশুরা এই প্রতিষ্ঠান থেকে সুশিক্ষা গ্রহণ করে দেশের সুনাম অক্ষুণœ রাখবে এমনই আশা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় বিকৃস-এর সিনিয়র শিক্ষক সুচিত্রা, শাকিলা, আনিকা, সোনিয়াসহ অন্যরা সহযোগিতা করেন। -ক্যাম্পাস প্রতিবেদক
×