ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পড়তে পারেন এসিসিএ

প্রকাশিত: ০৪:০৩, ২ অক্টোবর ২০১৬

পড়তে পারেন এসিসিএ

কর্মক্ষেত্রের ক্রমবর্ধমান চাহিদা এবং বৈশ্বিক মুক্তবাজার অর্থনীতির কারণে বিশ্বব্যাপী প্রফেশনাল এ্যাকাউন্টটেন্টদের চাহিদা ব্যাপক। ফলে চার্টার্ড সার্টিফাইড ডিগ্রীর মধ্যে বর্তমান এসিসিএ (অঈঈঅ) সর্বাধিক স্বীকৃত এবং সমাদৃত প্রফেশনাল এ্যাকাউন্টিং ডিগ্রী। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই পেশা, যার ফলে অঈঈঅ- এর মতো প্রফেশনাল কোয়ালিফিকেশন সময়ের শিক্ষার্থীদের অন্যতম পছন্দ। চাহিদার কথা মাথায় রেখে এই সময়ে বাংলাদেশের রয়েছে অসংখ্য অঈঈঅ টিউশন প্রোভাইডার। তবে ভর্তি হওয়ার আগে অবশ্যই শিক্ষার্থীদের কিছুু ব্যাপার মাথায় রাখতে হবে, যেমন এসিসিএ (অঈঈঅ) কর্তৃক প্রতিষ্ঠানটির কোন স্বীকৃতি আছে কিনা? যদি থাকে তবে তার স্ট্যাটাস কি? অবশ্যই মনে রাখবেন কোন প্রতিষ্ঠানের গুণগতমানের জন্য এসিসিএ (অঈঈঅ) কর্তৃক স্বীকৃতিস্বরূপ সেই প্রতিষ্ঠানকে প্লাটিনাম, গোল্ড অথবা সিলভার স্ট্যাটাস প্রদান করা হয়। শিক্ষক প্যানেলের অভিজ্ঞতা এবং এসিসিএ (অঈঈঅ) কোয়ালিফাইড শিক্ষক কতজন, প্রফেশনাল এক্সাম এ প্রতিষ্ঠানের পূর্ববর্তী ফল কেমন? প্রতিষ্ঠান থেকে পাস করে বের হওয়ার পর ছাত্রছাত্রীদের প্রফেশনাল ট্র্যাক রেকর্ড কি? চার্টার্ড কোয়ালিফিকেশনের টিউশন কলেজগুলোর মধ্যে প্রথম সারির একটি কলেজ হিসেবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ ঢাকা (খঈইঝ উযধশধ). বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে এগারো শ’ শিক্ষার্থী রয়েছে। এছাড়া কম্পিউটার বেসড এক্সাম সেন্টার, জবস ব্যাংক, স্টুডেন্ট সাপোর্ট সেন্টারসহ শিক্ষার্থীদের অন্যান্য সুবিধা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ছাত্রদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ট্রেনিং প্রদানসহ চাকরিতে প্রবেশে সহায়তা প্রদানের সুবিধা। বিবিএ এমবিএ অথবা ব্যবসাশিক্ষায় ¯œাতক ডিগ্রীধারীরা পেতে পারেন একটি থেকে চারটি পর্যন্ত ওয়েভার. চার্টার্ড প্রফেশনালদের চাহিদার কারণে ইদানীংকালে প্রচুর শিক্ষার্থী অঈঈঅ ছঁধষরভরপধঃরড়হ এ আগ্রহী হচ্ছেন। তবে কোন প্রতিষ্ঠান সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ ব্যতিরেকে ভর্তি হলে প্রতারিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কাজেই অঈঈঅ কোয়ালিফিকেশন আগ্রহী শিক্ষার্থী যে কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পূর্বে পর্যাপ্ত তথ্য সংগ্রহ পূর্বকথা যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করলে ভবিষ্যত ক্যারিয়ার নিশ্চিত হবে। যোগাযোগ : বাড়ি নং : ৩৯/বি, রোড নং: ১৪/এ, সাত মসজিদ রোড, ধানম-ি, ঢাকা-১২০৯। িি.িষপনংফযধশধ.পড়স, িি.িভধপবনড়ড়শ.পড়স/ষপনং.ফযধশধ নাঈম খান
×